ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের
২ ফেব্রুয়ারি : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র নেতা চম্পাই সোরেন। শুক্রবার রাঁচির রাজভবনে চম্পাইকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কংগ্রেস বিধায়ক আলমগির আলম এবং লালুপ্রসাদ যাদবের দল আরজেডির সত্যানন্দ ভোক্তা। বুধবার রাতে হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পরই থেকে ঝাড়খণ্ডের রাজনীতিতে সাসপেন্স শুরু হয়। অবশেষে তার অবসান ঘটল।
হেমন্তের জায়গায় চম্পাইকে নেতা হিসাবে বেছে নেয় জেএমএম। বুধবার রাতেই চম্পাই রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন। বিধায়কদের সমর্থনের চিঠিও জমা দেন। কিন্তু রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণে গড়িমসিতে বৃহস্পতিবার তাঁর শপথ নেওয়া হয়নি। এর মধ্যে আবার শোনা যায় বিজেপি অপারেশন লোটাস চালানোর চেষ্টা করছে। জেএমএমের চার বিধায়ক এর মধ্যে ‘নিখোঁজও’ হয়ে যান।