উত্তরপূর্বাঞ্চলের সার্বিক বিকাশ চায় কেন্দ্রীয় সরকার : মন্ত্রী প্রতাপরাও

পিএনসি, আগরতলা।
বরাক তরঙ্গ, ১২ জুলাই : কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতাপরাও গণপতরাও যাদব বৃহস্পতিবার কৈলাশহরের সুসংহত আয়ুশ হাসপাতালটি পরিদর্শন করেন। তিনি এখানকার পরিকাঠামো ও পরিসেবা সম্পর্কে অবহিত হন। বিশেষকরে পঞ্চকর্মা থেরাপি, যোগা ইত্যাদি সম্পর্কেও খোঁজ খবর নেন। পরে কৈলাশহরের ঊনকোটি কলাক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ ও আয়ুষ স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা নিয়ে ও কাজকর্ম বিষয়ে পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।

বৈঠকে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশের আর্থিক, সামাজিক উন্নয়ণের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশ চায় বর্তমান কেন্দ্রীয় সরকার। শিক্ষা -স্বাস্থ্য সহ মানুষের সার্বিক বিকাশ সহ বিকশিত ভারত গঠনে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। দু’দিনের সফরে রাজ্যে আসেন প্রতাপরাও গণপতরাও যাদব| 

উত্তরপূর্বাঞ্চলের সার্বিক বিকাশ চায় কেন্দ্রীয় সরকার : মন্ত্রী প্রতাপরাও

কৈলাশহরের সুসংহত আয়ুশ হাসপাতালটি পরিদর্শনকালে তিনি এখনকার স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে অধিক্রিক ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম-অধিকর্তা ডাঃ সৌভিক দেববর্মা, রাজ্য স্বাস্থ্য মিশনের সদস্যা-সচিব ডাঃ নুপুর দেববর্মা প্রমুখ।

Author

Spread the News