দেশে ৬০টি মেডিক্যাল কলেজ খোলার অনুমতি কেন্দ্রের

২৫ সেপ্টেম্বর : দেশজুড়ে একাধিক মেডিক্যাল কলেজ খুলতে অনুমোদন দিল কেন্দ্র সরকার। জানা গেছে, এই পর্যায়ে ৬০টি মেডিক্যাল কলেজ খোলার অনুমতি মিলেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২০২৪ পর্যন্ত দেশে ৭০৬টি মেডিক্যাল কলজে ছিল।এবার সেটা বেড়ে দাঁড়ালো ৭৬৬-তে। বলা বাহুল্য, মেডিক্যাল কলেজগুলি বাস্তবায়ন হলে  আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী এবার মেডিক্যাল পড়ার সুযোগ পাবেন।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ২০১৩-১৪ সাল থেকে ২০২৪-২৫ সালে ভারতের মেডিক্যাল কলেজের সংখ্যা প্রায় ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ সালে দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা ছিল ৩৮৭টি। সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬টি।

৭৬৬টি মেডিক্যাল কলেজের মধ্যে ৪২৩টি সরকারি মেডিক্যাল কলেজ  ও ৩৪৩টি বেসরকারি মেডিক্যাল কলেজ। পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে মেডিক্যালের আসন সংখ্যা। জানা গেছে, প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে মেডিক্যাল আসন। ২০২৩-২৪ সালে দেশজুড়ে মেডিক্যালের আসন সংখ্যা ছিল ১,০৮,৯৪০টি। ২০২৪০২৫ সালে এই মেডিক্যালের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ১,১৫,৮১২টি তে ঠেকেছে। 

সম্প্রতি প্রকাশিত একটা রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ সালের তুলনায় ২০২৪-২৫ সালে পোস্ট গ্র্যাজুয়েশনের মেডিক্যালের আসনও বেড়েছে। যেখানে ২০২৩-২৪ সালে মেডিক্যালের আসন সংখ্যা ছিল ৬৯,০২৪টি। ২০২৪-২৫ সালে সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৩,১১১-তে।

দেশে ৬০টি মেডিক্যাল কলেজ খোলার অনুমতি কেন্দ্রের
দেশে ৬০টি মেডিক্যাল কলেজ খোলার অনুমতি কেন্দ্রের

Author

Spread the News