২৯ সেপ্টেম্বর বিনামূল্যে স্বাস্থ্য শিবির কেশব শোভা কুটি বিদ্যামন্দিরের

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ শিবিরের আয়োজন করছে কেশব শোভা কুটি বিদ্যা মন্দির কর্তৃপক্ষ। আগামী ২৯ সেপ্টেম্বর রবিবার বেলা এগারোটা থেকে শিলচর বুধুরাইলস্থিত কেশব শোভা কুটি বিদ্যা মন্দিরের বিশেষ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হবে।

শিবিরে মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ বিশ্বরূপ দেব, ইএনটি বিভাগের বিশেষজ্ঞ ডাঃ জুরি শর্মা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ পুণাল নাথ প্রমুখ চিকিৎসা করবেন। ইচ্ছুক ব্যক্তিরা বিদ্যালয় প্রাঙ্গন থেকে কুপন সংগ্ৰহ করার জন্য অনুরোধ জানান প্রধান শিক্ষকা কানন দাস চৌধুরী।

২৯ সেপ্টেম্বর বিনামূল্যে স্বাস্থ্য শিবির কেশব শোভা কুটি বিদ্যামন্দিরের
২৯ সেপ্টেম্বর বিনামূল্যে স্বাস্থ্য শিবির কেশব শোভা কুটি বিদ্যামন্দিরের

Author

Spread the News