সিইএম কাপে চ্যাম্পিয়ন ব্লু হিলস

শামিম বড়ভূইয়া, হাফলং।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : সিইএম কাপ প্রাইজমানি ফুটবল খেতাব দখল করল ব্লু হিলস অ্যাথলেটিক ক্লাব। রবিবার সন্ধ্যায় ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার মাঠে ফাইনাল ম্যাচে ৩-০ গোলে এভারগ্রিন ক্লাবকে (EVERGREEN CLUB) হারিয়ে ২০তম সিইএম কাপ চ্যাম্পিয়ন হল ব্লু হিলস এথলেটিক ক্লাব। হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে রবিবার মেগা ফাইনালে ব্লু হিলস এসি (BLUE HILLS AC)। খেতাব দখলে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হয় এভারগ্রিন। বার কয়েক আক্রমণ করলেও গোলের খাতা খুলতে পারেনি তারা।

সিইএম কাপে চ্যাম্পিয়ন ব্লু হিলস

খেলায় ৩৯ মিনিটে ব্লু হিলস এর বেন নেস (Ben Nash) গোল করে দলকে জয়ের দিকে নেন। হাওতিনসেম (Haotinsem) ৭৩ মিনিটে গোলের সংখ্যা বাড়িয়ে দেন। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে যোসেফ গোল করেন। ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে ব্লু হিলস। খেলা ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পান জয়ধন নাইডিং। এ দিন খেলা পরিচালনা করেন সামিম বড়ভূইয়া, শঙ্কর ভট্টচার্য, বাজু পিসিও ও নিজুম তামুলি।

সিইএম কাপে চ্যাম্পিয়ন ব্লু হিলস

ফাইনাল খেলায় অতিথিরূপে উপস্থিত ছিলেন সিইএম দেবলাল গার্লোসা, কার্যনির্বাহী সদস্য পরবিতা জহরি, ডিএইচএসি চেয়ারম্যান মোহিত হোজাই, কার্যনির্বাহী সদস্য ধনপাইনন থাওসেন প্রমুখ। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি ও চেকের রেপলিকা তুলে দেন অতিথিরা। চ্যাম্পিয়ন দল পায় চার লক্ষ টাকা সঙ্গে ট্রফি, রানারস্ দল দুই লক্ষ টাকা সহ ট্রফি এবং কোয়াটার ফাইনালিস্ট ও সেমিফাইনালিস্ট দল পায় পঞ্চাশ হাজার টাকা।  

সিইএম কাপে চ্যাম্পিয়ন ব্লু হিলস
সিইএম কাপে চ্যাম্পিয়ন ব্লু হিলস

Author

Spread the News