সনাতন উন্নয়ন সংস্থার মাসিক মানসিক রোগের চিকিৎসা শিবিরের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : দক্ষিণ কাছাড়ের নতুন বাজার সংলগ্ন সালেপুর সনাতন উন্নয়ন সংস্থার কার্যালয়ে প্রাঙ্গণে মাসিক মানসিক রোগের চিকিৎসা শিবির সম্পন্ন হয়েছে। রবিবার প্রায় দেড় শতাধিক রোগীকে পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। নুন্যতম খরচে বিগত ৬ বছর ধরে সনাতন উন্নয়ন সংস্থা এই পরিষেবা প্রদান করে আসছে। এদিন কেক কেটে শিবিরের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

সনাতন উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও বর্তমান উপদেষ্টা অশোককুমার নাথ জানান, ২০০৬ সালে আত্মপ্রকাশ করে সংস্থাটি। বিভিন্ন এলাকার অনুন্নত শ্রেণির মানুষের হিতে আজ অবধি অনুষ্ঠান ও ছোট বড় প্রজেক্ট চলছে। বিশেষ করে চেংকুড়ি চা বাগান বন্ধ হওয়ার পর চা জনগোষ্ঠীর লোকেরা উপার্জনক্ষম হয়ে পড়েন। সে সময় থেকে ঐ এলাকার মানুষের পাশে রয়েছে সনাতন উন্নয়ন সংস্থা। গত ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে তাঁরা এলাকার মানসিক রোগীদের চিকিৎসা পরিসেবা করে আসছেন। এপর্যন্ত বেশ কিছু রোগী সুস্থ হয়ে সাধারণ জীবন যাত্রা করছেন। প্রায় ৬ শতাধিক রোগীর চিকিৎসা ধারাবাহিক চলছে। এছাড়া প্রতি মাসে দেড় থেকে দুশো রোগীর সামান্য রেজিস্ট্রেশন ফি নিয়ে রোগী পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সনাতন উন্নয়ন সংস্থার মাসিক মানসিক রোগের চিকিৎসা শিবিরের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

এদিন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ রাজীব দে জানান, তিনি এখানে দীর্ঘ ৪ বছর ধরে পরিষেবা দিয়ে আসছেন। এই সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান। বলেন, আমি নিজে এই সংস্থায় নিয়োজিত হয়ে সামান্য হলেও মানুষের সেবা, সহায়তা ও শুশ্রূষা করার সুযোগ পেয়েছি সেটাই আমার জীবনের আলাদা অনুভূতি। মধ্য প্রদেশের ভুপাল থেকে অশোককুমার নাথের সমাজসেবামূলক কাজের অনুপ্রেরণা পেয়ে আসা নিখিল সাহু জানান, তিনি ৬ মাস আগে এসে সনাতন উন্নয়ন সংস্থা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সম্পাদক রতিকান্ত নাথলস্কর, কমলিকা পাল, বন্দনা রবিদাস, অরুণাংশু দেব, দিবাকর নাথ চৌধুরী, সপ্তমী নাথ, লক্ষী নাথ প্রমুখ।

সনাতন উন্নয়ন সংস্থার মাসিক মানসিক রোগের চিকিৎসা শিবিরের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

Author

Spread the News