আন্তর্জাতিক ভেটারেন ফুটবলে চ্যাম্পিয়ন ইস্ট কলকাতা

সাডেন ডেথে রানার্স আপ রিমপেল পিআইপি শিলং

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : তৃতীয় আন্তর্জাতিক ফুটবল খেতাব জিতলো ইস্ট কলকাতা ভেটারেনস (ইকেভি)। শিলচর ভেটারেন ফুটবল ক্লাব আয়োজিত সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে রবিবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তারা হারায় রিমপেল পিআইপি শিলং দলকে। দুটি দলই এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হয়। নির্ধারিত সময়ে কোন পক্ষই এদিন গোল করতে পারেনি। ফলে  ম্যাচ গড়ায় টাইব্রেকারে  সেক্ষেত্রেও দুটি দলের ফুটবলার তাদের অতীতের উৎকর্ষতা মেলে ধরেন এবং শেষমেষ ম্যাচের ফয়সালা হয় সাডেন ডেথে। ১০-৯ গোলের ব্যবধানে। এদিন ফুটবলের মক্কা হিসেবে পরিচিত কলকাতার ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবের একসময়ের দিকপাল খেলোয়াড় তথা জাতীয় দলে চুটিয়ে খেলা ফুটবলার ষষ্টি দুলে, শুভাশীষ চৌধুরী, সৌমিক দে, গৌতম রায় প্রমুখের মতো খেলোয়াড় অংশ নেন। বুড়ো হলেও তাদের বল রিসিভিং, পাসিং ও সর্বোপরি বল ভেলকি ছিল অসাধারণ।

প্রসঙ্গত, দুদিনের এই প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ নেয়। এরমধ্যে রবিবার এই দুই ফাইনালিস্ট ছাড়া ছিল নেপালের বিরাট মেগা স্পোর্টস অ্যাকাডেমি, মণিপুরের ইউনাইটেড ভেটারেন স্পোর্টস অ্যাসোসিয়েশন, আয়োজক শিলচর ভেটারেন ফুটবল ও জি নাইন্টিস মিজোরাম দল। রবিবার সকালে সেমিফাইনালে কলকাতা দল হারায় মনিপুর দলকে এবং রিমপেল মণিপুর হারায় মিজোরাম দলকে।

আন্তর্জাতিক ভেটারেন ফুটবলে চ্যাম্পিয়ন ইস্ট কলকাতা

ম্যাচ শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সমেত নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি সহ নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। ম্যাচে ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ম্যান অব দ্যা ফাইনাল পুরস্কার লাভ করেন শিলং দলের মার্শাল খারসাত, সেরা গোলরক্ষক ইলিয়াস কে ধর, সেরা ডিফেন্ডার মণিপুরের ইউনাইটেড ভেটারেন স্পোর্টস অ্যাসোসিয়েশন দলের কে এইচ বিনোদ, সেরা মিডফিল্ডার কলকাতা ইকেভি দলের শুভাশিস রায় চৌধুরী, সেরা ফরোয়ার্ড কবিজিৎ কোটাল , সেরা স্কোরার ও টুর্নামেন্ট সেরা রণজিৎ রায়। ম্যাচে ফেয়ার প্লে ট্রফি লাভ করেন নেপালের বিরাট মেগা স্পোর্টস অ্যাকাডেমি।

আন্তর্জাতিক ভেটারেন ফুটবলে চ্যাম্পিয়ন ইস্ট কলকাতা

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএ-র  বর্তমান সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, লক্ষীপুর ডিএসএ-র রাজদীপ গোয়ালা, হাইলাকান্দি ডিএসএ-র সচিব শৈবাল সেনগুপ্ত, ফিফা রেফারি মৃণালকান্তি রায়, করিমগঞ্জ ডিএসএ-র মৃণালকান্তি দাস, শিলচর টাউন ক্লাবের সভাপতি দীলিপরঞ্জন নন্দী, সচিব নন্দুদুলাল রায় সহ অনেকে। সব ঠিকঠাক থাকলেও ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সামলে নিতে পারেনি আয়োজক শিলচর ভেটারেন ফুটবল ক্লাব। কে কাকে সম্মানিত করছে ? বা কে কাকে পুরস্কার তুলে দিচ্ছেন ? তা বুঝা যায়নি। অসংখ্য অতিথিদের লাটে সম্মাননা দিতে গিয়ে উপস্থিত পুরস্কার গ্রহনকারী দল বিরক্তিবোধ করে। এক সময়ে দিকপাল ফুটবলার ষষ্টি দুলের ধৈর্যচ্যুতি ঘটে এবং পুরস্কার মঞ্চ ছেড়ে চলেই যান, সঙ্গে আরও কজন সরে পড়েন। তবে ট্রফি নিয়েই মাঠ ছাড়েন।
এদিন খেলা পরিচালনা করেন নির্মল সিং। সহকারি রেফারি ছিলেন বাবুল মোড়া, টিটু লস্কর । ফোর্থ অফিসিয়াল ছিলেন শৈলেন্দ্র চন্দ্র দাস।

Author

Spread the News