অসম বিজ্ঞান সমিতির উদ্যোগে জামিরা হাইস্কুলে বিশ্ব জল দিবস পালন

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২২ মার্চ : বিশ্ব জল দিবস উপলক্ষে অসম বিজ্ঞান সমিতি কাটলিছড়া শাখার উদ্যোগে জামিরা হাইস্কুলে শুক্রবার পালিত হল দিনটি। এই কর্মসূচির মধ্যে ছিল জল বিষয়ক ক্যুইজ, জনপ্রিয় বক্তৃতা ও বসে আঁকো প্রতিযোগিতা। জলই জীবন। পানাহার, রান্না-বান্না,স্নান ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য জল একটি অপরিহার্য সম্পদ জল। তাই এই জলের গুরুত্ব অনুধাবন করাতে জল বিষয়ক ক্যুইজ অনুষ্ঠিত হয়। এ বছরের দিবসটির থিম ছিল ‘শান্তির জন্য জল’। মিষ্টি জলের অভাব ও এর প্রয়োজনীয়তার উপর নজর দিয়ে জনপ্রিয় বক্তৃতা উপস্থাপিত হয়। বক্তৃতা করেন প্রধান শিক্ষক তথা বিজ্ঞান সমিতির সেক্রেটারি সুফিয়ান সিদ্দিকি বড়ভূইয়া ও জয়নব মজুমদার জুনিওর কলেজের প্রাক্তন অধ্যক্ষ নুরুল হক লস্কর।

বক্তারা বলেন, জল সংরক্ষণ করা আমাদের দায়িত্ব, কারণ আমরা যদি এর সঠিকভাবে ব্যবহার না করি তবে এটি আমাদের বেঁচে থাকার জন্য বিপজ্জনক হতে পারে। তাছাড়া আমাদের উচিত জল সংরক্ষণ করা।কারণ বিশ্বব্যাপী জল সংকট মোকাবেলা বর্তমানে একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁরা বলেন, পৃথিবীর মোট আয়তনের যদিও ৭১ শতাংশ জল, তবুও ব্যবহারযোগ্য পানীয় জলের বড়ই অভাব। কারণ প্রায় ৯৭.৫ শতাংশ জল লবণাক্ত আর তা মহাসাগরে। আর ২.৫ শতাংশ  জল পানযোগ্য স্বাদু জল বা মিস্টিজল। আবার এই স্বাদু জলের ৯৮.৮ শতাংশ বরফ হয়ে আছে মেরু অঞ্চলে ধরাছোয়াঁর বাইরে। তাই জল সংরক্ষণ বর্তমান সময়ের দাবি।অনাগত প্রজন্মের কাছে এক বিরাট প্রত্যাহ্বান। এগুলি অকপটে বলে যান বক্তারা।

এ ছাড়া বক্তব্য রাখেন মধুমিতা দেব, মোহনকুমার অগ্রহারী, দিলবাহার মজুমদার ও ইকবাল বাহার। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্রছাত্রীর হাতে সংশাপত্র সহযোগে পুরস্কার তুলে দেন শিক্ষক ও অতিথিরা।

Author

Spread the News