বিবেকানন্দের জন্মদিন ও কলেজের প্রতিষ্ঠা দিবস পালন

বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিন ও কলেজের প্রতিষ্ঠা দিবস পালিত হয় চাঁদখিরা স্বামী বিবেকানন্দ কলেজে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডঃ সুভাষ সিংহ। এতে উপস্থিত ছিলেন হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান সংযোগিতা পাশি, ইংরেজি বিভাগের মইনুল হক, সুমিত সিনহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মনসুর আহমেদ ও হেনা বেগম, এডুকেশন বিভাগের নন্দিতা আচার্য। বাংলা বিভাগের  সুস্মিতা দাস অর্থবিজ্ঞান বিভাগের রামনরেষ অফিস কর্মীদের মধ্যে দেবাশিস রায়, বিশ্বজিৎ আচার্য, অয়ন পাল ও অজয় কর্মকার।

স্বামীজীর উপর স্বরচিত কবিতা আবৃত্তি করেন চিন্ময় চক্রবর্তী। বক্তব্য রাখেন সংযোগিতা পাশি, মইনুল হক, মনসুর আহমেদ। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্রদীপ ধর, শ্যাম কুমার ত্রিবেদী, বর্ষা দাস সহ আরও অনেকে।সমবেত সংঙ্গীত পরিবেশন করেন নবমিতা পাল, মমি পাল ও সহশিল্পী কুইজে বিজয়ী হন পুষ্পা কৈরি, আকাশ গোয়ালা রোজিরানি দে ও আম্বিয়া পারভিন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সুমিত সিনহা। অনুষ্ঠান পরিচালনা করেন চিন্ময় চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *