কেক কেটে সোনাই পুরসভা বোর্ডের দুই বছর পূর্তি পালন

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৪ মে : সোনাই পুরসভার প্রথম নির্বাচিত বোর্ডের দুই বছর পূর্ণ হয়েছে। শনিবার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে পুরসভার কমিশনাররা বিগত বছরের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া সোনাই শহরকে সুন্দরভাবে সাজাতে এলাকাবাসীকে সহযোগিতার আহবান জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সাহারুল আলম শেখ বলেন, অ্যাডহক কমিটি কার্যকাল শেষে পুরসভা তহবিল সম্পূর্ণ খালি ছিল। নির্বাচনের মাধ্যমে পুরসভা গঠনের পর বিগত দু’বছরে সোনাই শহরের উন্নয়ন জনতার সম্মুখে রয়েছে। তিনি আরও জানান, একজন সাংসদের তহবিল থাকে বার্ষিক ৫ কোটি টাকা কিন্তু আমাদের সোনাই শহর ছোট এবং এই পুরসভা বিগত দু’বছরে ১২ কোটির অধিক টাকার কাজ করতে সক্ষম হয়েছে। যার জন্য তারা অত্যন্ত খুশি।

কেক কেটে সোনাই পুরসভা বোর্ডের দুই বছর পূর্তি পালন

এদিন প্রত্যেক সদস্য সহ কার্য্যালয়ের বিভিন্ন স্তরের কর্মীরা সোনাই শহরবাসীকে ২য় বর্ষপুর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতিনিধি সুভিনয় দাস, এক নম্বর ওয়ার্ড কমিশনার বিভাশিস রায়, ৩ নম্বর ওয়ার্ড কমিশনার দিপু কুমার দাস, ৮ নম্বর ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর প্রমুখও।

Author

Spread the News