মহাদেবানন্দ গিরি মহারাজের ৬৪তম মহানির্বান তিথি পালন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমের সর্বভারতীয় আচার্য শ্রীশ্রী ১০৮ মহামন্ডলেশ্বর স্বামী মহাদেবানন্দ গিরি মহারাজের ৬৪তম মহানির্বান তিথি পালন করা হয়। দুর্গাপূজার সপ্তমী তিথিতে শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমের সর্বভারতীয় আচার্য শ্রীশ্রী ১০৮ মহামণ্ডলেশ্বর স্বামী মহাদেবানন্দ গিরি মহারাজের ৬৪ মহানির্বান তিথি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।উক্ত আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, তাঁর সময়ের একজন প্রখ্যাত সন্ন্যাসী শুধুমাত্র বাংলার মানুষদের দ্বারাই পূজিত ও সম্মানিত নয়, সারা ভারতে ধর্মপ্রাণ পুরুষদের দ্বারাও সম্মানিত। আত্ম-উপলব্ধি এবং তাঁর প্রথম জীবনে সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। তিনি জগৎগুরু শঙ্করাচার্যের দশটি সম্প্রদায়ের সন্ন্যাসীদের পবিত্রতা ও ভক্তিমূলক জীবন বজায় রাখার জন্য এবং তাঁর শিক্ষার দ্বারা এবং সন্ন্যাসীদের সংস্পর্শে এনে গৃহস্থদের ধর্মীয় জীবনকে উন্নত করার জন্য আধ্যাত্মিক যত্ন নেন। তার কাজের উদ্দেশ্যে, তিনি হরদ্বারে শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রম, দুটি ধর্মশালা এবং একটি সংস্কৃত পাঠশালা প্রতিষ্ঠা করেন।এক কথায় মহামন্ডলেশ্বর স্বামী মহাদেবানন্দ গিরি মহারাজ ছিলেন সনাতন ধর্মের একজন আদর্শবান মহাপুরুষ।
এদিন আশ্রমে উপস্থিত প্রায় দুইশো জন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা। সহযোগীতায় ছিলেন সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধক্ষ্য সৌমেন দত্ত চৌধুরী, সুমিত পাল, সৌমিত্র দত্ত রায়, বাপ্পা দত্ত, সুশান্ত সেন, উত্তম দেব, সীমা দেব সহ আরো অন্যান্যরা।