কাছাড়ের চারটি স্থানে এসইউসিআইর বুকস্টল

কাছাড়ের চারটি স্থানে এসইউসিআইর বুকস্টল

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : শারদীয়া উৎসবে প্রতি বছরের ন্যায় এবারেও কাছাড় জেলার চারটি স্থানে বুকস্টল করল এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটি। শিলচরের শহিদ ক্ষুদিরাম মুর্তির উল্টো দিকে, কাবুগঞ্জ বাজার, ধোয়ারবন্দ বাজার ও বাগবাহার বাগানে বুকস্টল করা হয়েছে। দলের পক্ষ থেকে ভারতের নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলন এবং দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিস্থিতির উপর রচিত দলের বই জনসাধারণের কাছে পৌঁছে দিতে বইয়ের স্টল দেওয়া হয়েছে।

দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক শিবদাস ঘোষ, বর্তমান সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ও প্রখ্যাত জননেতা দলের পলিটব্যুরো সদস্য অসিত ভট্টাচার্যের বিভিন্ন সময়ের বক্তব্যের উপর প্রকাশিত বই এসব স্টলে পাওয়া যাচ্ছে বলে জানান দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। তিনি বলেন, প্রতি বছর শারদীয়া উৎসবে জনগণ এসব স্টল থেকে বই সংগ্রহ করেন এবারও একইভাবে বই সংগ্রহ করতে জনগণের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। তিনি জনসাধারণকে আগামীকাল ও পরশু স্টলগুলোতে উপস্থিত হয়ে বই সংগ্রহ করতে আহ্বান জানান।

কাছাড়ের চারটি স্থানে এসইউসিআইর বুকস্টল
কাছাড়ের চারটি স্থানে এসইউসিআইর বুকস্টল

Author

Spread the News