দৈনিক সাময়িক প্রসঙ্গ-র ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরাক তরঙ্গ, ১১ মে : সাময়িক প্রসঙ্গ দৈনিক হিসেবে আত্মপ্রকাশের ২২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্পাদক তৈমুর রাজা চৌধুরী শনিবার সন্ধ্যায় পত্রিকা দফতরে সাংবাদিক, অ-সাংবাদিক সহ সকল স্তরের কর্মচারী এবং পরিচালন গোষ্ঠীর সদস্যদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন। শুরুতে পত্রিকার বরিষ্ঠ সহ-সম্পাদক মিলন উদ্দিন লস্করের স্বাগত ভাষনের পর কার্যবাহী সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, বার্তা সম্পাদক উত্তমকুমার সী, প্রকাশক রিপন নাথ সহ সবাই মিলে সম্পাদক তৈমুর রাজা চৌধুরীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান।

সম্পাদক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, এদিন সাময়িক প্রসঙ্গ-র দৈনিক হিসেবে ২২৩ম বর্ষপূর্তি হলেও এই পত্রিকা পাক্ষিক হিসেবে যাত্রা শুরু করেছিল ১৯৭৮ সালের ১৫ এপ্রিল। পাক্ষিক থেকে ১৯৮১ সালে সাপ্তাহিক এবং ১৯৯১ সালে সাপ্তাহিক থেকে অর্ধ- সাপ্তাহিকে রূপান্তির হয়।তাঁর এবং পরিবারের স্বপ্ন ছিল পত্রিকাকে দৈনিক হিসেবে রূপান্তর। শেষ পর্যন্ত পাঠক ও শুভানুধ্যায়ীদের চাহিদার উপর ভরসা করে ঝুকি নিয়ে ২০০৩ সালের ১১ মে দৈনিক হিসেবে আত্ম প্রকাশ করে। নানা প্রতিকুলতার মধ্য দিয়ে পত্রিকা আজ বরাক উপত্যকা তথা  রাজ্যের অন্যতম একটি দৈনিক পত্রিকা হিসেবে পরিচিতি লাভ করেছে। ব্রহ্মপুত্র উপত্যকার পাঠকদের চাহিদায় এ বছর ১ জানুয়ারি থেকে এক যোগে গুয়াহাটি এবং শিলচর থেকে সংস্করণ প্রকাশিত হচ্ছে। পাক্ষিক থেকে পর্যায়ক্রমে কিভাবে সংগ্রাম করে সাময়িক প্রসঙ্গ বর্তমান পর্যায়ে এসেছে তা বর্ণনা করতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, এটা সম্ভব হয়েছে যাঁরা এই পত্রিকার শুরু থেকে আজ অবদি যুক্ত রয়েছেন এবং যাঁরা কাজ করে অন্যত্র চলে গেছেন তাদের সবার নিষ্ঠা এবং আন্তরিকতায়। তিনি ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে পত্রিকার ডিজিটাল সংস্করণকে জনপ্রিয় করার ব্যাপারে সহযোগিতা কামনা করেন।

পত্রিকার কার্যবাহী সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত বলেন, সাময়িক প্রসঙ্গ পত্রিকা শুধু স্বতন্ত্র ধারার দৈনিক নয় এখানে কাজ করার পরিবেশও স্বতন্ত্র। এখানে পত্রিকার সাংবাদিক, অ-সাংবাদিক সহ সকল স্তরের কর্মচারী ও পরিচালন গোষ্ঠী আন্তরিক পরিবেশের মধ্য দিয়ে কাজ করছেন। যেটা অন্য কোন প্রতিষ্ঠানে খুব একটা দেখা যায় না। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকা গোষ্ঠীর দুই ডিরেক্টর তৌহিদ রাজা চৌধুরী নির্ঝর ও তৌসিফ রাজা চৌধুরী হিজল।

Author

Spread the News