বরাকজুড়ে প্রজাতন্ত্র দিবস পালন
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : উৎসাহ উদ্দীপনায় নানা অনুষ্ঠানের মাধ্যমে বরাকজুড়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হল।
সারা ভারত কৃষক সভা : প্রজাতন্ত্র দিবস কে সংবিধান রক্ষা দিবস হিসাবে পালন করল সারা ভারত কৃষক সভা। সারা ভারত কৃষক সভা সাহারজুম মাছঘাট প্রাথমিক কমিটির উদ্যোগে মাছঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষক সভার প্রবীণ নেতা মেঘনাদ গৌড়। বক্ত্যব্য রাখেন সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সেন্ট্রাল ব্যাঙ্কের প্রাক্তন ম্যানাজার মনোরঞ্জন ভদ্র ও মেঘনাদ গৌড়। বক্তারা বলেন, আজ সংবিধান নানা দিক থেকে আক্রান্ত। সারা ভারত কৃষক সভা সারা দেশে আজকের দিনটিকে সংবিধান রক্ষা দিবস হিসাবে পালন করছে। গণতন্ত্র ধর্মনিরপ্রেক্ষতাকে ধ্বংস করে শ্রমিক কৃষক মেহনতি মানুষের অধিকারকে খর্ব করা হচ্ছে। সারা ভারত কৃষক সভার উদ্যোগে কাছাড় জেলার গোবিন্দপুর, বাগবাহার, শিলকুড়ি বাম ধলাই এলাকায়ও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
ইন্দিরা ক্লাব : বিভিন্ন খেলাধুলার মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করল উত্তর কৃষ্ণপুরের ইন্দিরা ক্লাব। সকাল ৭-৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সম্পাদক কইনুল ইসলাম বড়ভূইয়া। এরপর ১০টা থেকে বিকাল টা পর্যন্ত ছেলে মেয়েদের বিভিন্ন খেলাধুলা ও বড় ছেলেদের ভলিবল, ব্যাটমিন্টন, হাইজাম্প, লংজাম্প সহ অন্যান্য খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৫টায় স্থানীয় বিশিষ্টজনের উপস্থিতিতে ও ইন্দিরা ক্লাবের সভাপতি জমিল আহমেদ বড়ভূইয়ার সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণী হয়। সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষক সুজা আহমেদ বড়ভূইয়া, বিশিষ্টঐ ক্রীড়াবিদ আব্দুল গফুর লস্কর, আফজল বড়ভূইয়া, সেলিম উদ্দিন বড়ভূইয়া আরও সদস্য উপস্থিত ছিলেন।
বাজারিছড়ার কালাছড়া এলপি স্কুল : বাজারিছড়ার কালাছড়া ৬২ নং এলপি স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার নির্ধারিত সময় সকাল সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল পরিচালন সমিতির সভাপতি রূপক রায়। পরে সমেবেত ভাবে জাতীয় সংগীত পরিবেশন হয়। এতে পড়ুয়া সহ স্কুলের প্রধান শিক্ষক নিবাস সেন ও অপর শিক্ষক শিক্ষয়িত্ৰী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয় স্কুল প্রাঙ্গণ থেকে। এই শোভাযাত্রা কালাছড়া বাজারিছড়া পরিক্রমা করে পুনরায় স্কুল চত্বরে পৌঁছে সমাপ্ত হয়। এদিনের গোটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজারিছড়া জিপির সহসভাপতি রজত নাগ, প্রাক্তন শিক্ষক ধীলন নাগ, সত্যজিত পাল প্রমুখ।
টুয়েলভ স্টেপ ফাউন্ডেশন : ৭৫ তম সাধারণতন্ত্র দিবস পালন করল টুয়েলভ স্টেপ ফাউন্ডেশন। শিলচর মাছিমপুর রোডের টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনে অধীনে থাকা নেশামুক্তি ও পূর্ণবাসন কেন্দ্রে সমগ্র ভারতবাসীর সঙ্গে -সঙ্গতি রেখে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। এদিন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেই সঙ্গে এই আবাসিক কেন্দ্রে চিকিৎসারত নেশাসক্তদের মধ্যে নানান প্রকারের খেলা আয়োজন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক দীপ ভট্টাচার্য, তাপসচন্দ্র গোয়ালা, দীপক দাস, রাজু দাস, দীপতনু সূত্রধর সহ অন্যান্যরা।
শিলচর নবজ্যোতি ফাউন্ডেশন : শিলচর সোনাই রোডের নাগাটিলা স্থিত শিলচর নবজ্যোতি ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামূক্তি ও পূর্ণবাসন কেন্দ্রে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন এই ফাউন্ডেশনের সম্পাদক ধ্রুবজ্যোতি ভট্টাচার্য। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি নিশিকান্ত দাস, বিল্টু দাস, রূপক দাস, বিকি দাস, মইন উদ্দিন, শিহাব আহমেদ, স্বপন দাস প্রমুখ।
লাইফ লাইন হ্যাল্পিং হ্যান্ড সোসাইটির : শিলচর সোনাই রোডের লাইফ লাইন হ্যাল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামূক্তি ও পূর্ণবাসন কেন্দ্রে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সেদিন প্রথমে সকালে সোসাইটির কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কাউন্সিলের এইচ ধরেন্দ্র সিংহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি সাজানুল হক বড়ভূইয়া, সম্পাদক গুড্ডু সিং, জায়েদ আহমেদ মজুমদার, তপজ্যোতি সেন,বরুয়া দেববর্মা, বাপ্পা চৌধুরী সহ আরো অন্যান্যরা।