আসাম ইনস্টিটিউট অব নার্সিঙে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ১২ মে : উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালন করল আসাম ইনস্টিটিউট অব নার্সিং। সোমবার শিলচর মেহেরপুরস্থিত ইনস্টিটিউট কার্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা, নৃত্য, গান, পরিবেশন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বক্তব্য রাখতে গিয়ে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর চেয়ারম্যান মবজিল হোসেন বড়ভূইয়া বলেন, আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। চিকিৎসকদের পাশাপাশি রোগীকে সুস্থ করার জন্য নিরলস পরিশ্রম করেন নার্সরা। সঠিক সময়ে ওষুধ খাওয়ানো থেকে ইনজেকশন দেওয়া, রোগীর স্বাস্থ্যের দিকে নজর রাখা ইত্যাদি ছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নার্স। অস্ত্রোপচারর সময় চিকিৎসককে সহায়তা করার কাজও তাঁরা করে থাকেন। নার্সদের এই গুরুত্ব সকলের সামনে তুলে ধরতেই পালন করা হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। তিনি প্রত্যেক নার্সদের ধন্যবাদ জানান এই নার্স পেশায় যুক্ত হয়ে রোগীদের সেবা করার জন্য।
তিনি আরও বলেন, এখনও সরাকারি তথ্য মতে বরাক উপত্যকায় নার্সদের সংখ্যা তুলনামূলক কম। তাই রোগীদের সেবার করার জন্য এএনএম, জিএনএম কোর্স করে সবাইকে এই সম্মানজনক পেশায় এগিয়ে আসা উচিত। বর্তমান যুগে মেয়েদের পাশাপাশি ছেলেরাও নার্সিং শিক্ষা অর্জন করতে পারেন এবং রোগীদের সেবা করার সুযোগও রয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লালরেম্পুই ফানাই, ভাইস প্রিন্সিপাল সুমিয়ারা বেগম লস্কর সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।