স্কুল ফুটবলের সেমিতে সিসিজেসি পালংঘাট ও ডলু এইচএস স্কুল

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : যুগশঙ্খ কাপ অনূর্ধ্ব ১৫ ফুটবলের সেমিফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল সিসিজেসি পালংঘাট ও ডলু এইচএস স্কুল। বৃহস্পতিবার সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেডিয়ান্ট মডেল স্কুলকে ৪-১ গোলে পরাজিত করে সিসিজেসি।

প্রথম ম্যাচে সিসিজেসি শুরু থেকেই আক্রমণ ম্যাচের ২ মিনিটেই গোলের খাতা খোলেন হিরেন সিং। ৫২ মিনিটে আরও একটি গোল পান তিনি। বাকি দু গোল করেন সুরজ সিং ৮ ও শাহিন লস্কর ১০। ম্যাচের ১৮ মিনিটে রেডিয়ান্টের একমাত্র গোলটি করেন ঋত্বিক তাঁতী। ম্যাচ সেরা হন হিরেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার অতনু চৌধুরী।

চতুর্থ কোয়ার্টার ফাইনালে প্রেরণা বিদ্যামন্দিরকে গোলের মালা পরায় ডলু এইচএস। তারা জেতে ৯-০ গোলে। এই ম্যাচে ডবল হ্যাটিট্রিক করেন তাদের অজয় ভূমিজ। করেন সাত গোল। এই প্রথম এবারের আসরে কোনও ফুটবলার এক ম্যাচে একাই সাত গোল করলেন।

আগের দু ম্যাচে ওয়াকওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রেরণা বিদ্যামন্দির দলটিকে নিয়ে ছেলেখেলা করে ডলু। অজয় ভূমিজ নিজের প্রথম গোলটি করেন ৯ মিনিটে। বাকি ছয়টি গোল করেন যথাক্রমে ২২, ৩২, ৩৬, ৩৮, ৩৯ ও ৪৭ মিনিটে। দলের হয়ে অন্য দু গোল করেন প্রতাপ রুদ্রপাল ও রাজু তেলি। যথাক্রমে ১৭ ও ১৮ মিনিটে। অভয়ের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন ডিএস এ-র রেফারি সচিব সমর রায়। শনিবার হবে দুটি সেমিফাইনাল।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News