পণ্যবাহী গাড়ি-ম্যাজিক ট্রাকের মুখোমুখি, হত ৭

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : তিনসুকিয়া জেলার কাকপাথারে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। পণ্যবাহী গাড়ির সঙ্গে একটি ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, ট্রাক AS 23 CC 8930 এবং Tata Magic AR 20 A 1093 মুখোমুখি সংঘর্ষ হয়।

টাটা কার্গো ম্যাজিক সাপ্তাহিক মঙ্গলিয়া বাজার থেকে দমডুমার ডিরাক সোনজানের বাড়িতে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়।

নিহতরা হলেন বিলি বড়ুয়া, রীনা গগৈ, মিহিধর নেওগ, পবেন মারান (চালক), কুলাই মেস, জোনালি মারান এবং পল্লবী দাহোতিয়া।

ডুমডুমার মঙ্গলবারী বাজার থেকে ডিরাক সোনজান বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটল। নিহতরা হলেন বিলি বরুয়া, রীনা গগৈ, মিহিধর নেওগ, পবেন মরান (চালক), কুলাই মেস, জোনালি মরান এবং পল্লবী দাহোতিয়া।

আহতরা হলেন যথাক্রমে বুরঞ্জিত মরান, বিকাশ নেওগ, গোলেশ্বর মরান, মনো মারান, যশোদা মারান, লখিমানি মরান, এবলাতা মরান, পিঙ্কি মরান, অতুল গগৈ এবং মাকান গগৈ। গুরুতর আহতদের ডিব্রুগড় অসম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মাতাল ট্রাকের চালক ম্যাজিক গাড়িটিকে উল্টে দিলে দুর্ঘটনা ঘটে। ট্রাকটি অরুণাচল প্রদেশ থেকে আসছিল।

বুধবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।

Author

Spread the News