সোনাইয়ে নতুন রেশন কার্ডের হিতাধিকারীদের কার্ড বণ্টন

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : সোনাইয়ে নয়া রেশন কার্ডের হিতাধিকারীদের কার্ড বিতরনের সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার দুপুরে সোনাইর মাঠে আয়োজিত বিশাল সভায় আনুষ্ঠানিক ভাবে ক’জনের হাতে রেশন কার্ড তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈধ্য বলেন, বিজেপি সরকার গরিবদের উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। সরাসরি দরিদ্র লোকেরা যাতে সুবিধা উপভোগ করতে পারেন এনিয়ে সচেষ্ট রয়েছে সরকার। সকলের উন্নয়নে সরকার বদ্ধপরিক বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া জানান, স্বচ্ছ প্রকল্প গুলো যাতে জনগন পান, তা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সোনাইয়ে দুর্নীতি মুক্ত কাজ বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিন এডিসি যুবরাজ বড়ঠাকুর, কিমসিম লাংহুম ও পি নমপৈ, সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম, ডিটিও অংশুমান বিশ্বাস, জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান নিহারকান্তি দাস, এসসি মোর্চার প্রদেশ সহ সভাপতি অমলেন্দু দাস, সোনাই ইউডিফের সভাপতি খালিদ হাসান লস্কর, সম্পাদক জাকির হোসেন লস্কর, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর সহ অন্যান্যরা। এদিকে, অনুষ্ঠানের শেষে রোড সেফটি নিয়ে পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈধ্য সচেতনতা মূলক বক্তব্য পেশ করেন।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News