সোমবার থেকে ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবল শুরু

সোমবার থেকে ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবল শুরু

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : সোমবার থেকে শুরু হচ্ছে ৩৩তম ক্যাপ্টেন নলিনীমোহন গুপ্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। পরিচালনার জন্য প্রস্তুত জেলা ক্রীড়া সংস্থা শিলচর। রবিবার সন্ধ্যায় শিলচর ডিএসএ-তে  এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান ডাঃ রাজদীপ রায় বলেন, “১৯৬২ সালে টুর্নামেন্ট শুরু হয়েছিল। যদিও ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত আমরা এই টুর্নামেন্ট পরিচালনা করতে পারিনি, তবুও আমরা আশাবাদী এ বছর টুর্নামেন্টটি একটি বড় সাফল্য অর্জন করবে। জনপ্রিয় দলগুলো এই টুর্নামেন্টে অংশ নেবে। মাঠের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে।” এই বছর টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেবে। দুটি গ্রুপে খেলা হবে। গ্রুপ এ এবং গ্রুপ বি-তে বিভক্ত। গ্রুপ এ-র তিনটি দল হল নর্থ ইস্ট ইউনাইটেড, লেনরোল এফসি ও এফ সি রেঙদেই (মণিপুর)। বি গ্রুপের তিনটি দল মহামেডান এসসি, আইজল এফসি (মিজোরাম) ও সেনাপতি এফসি।

৪ নভেম্বর সোমবার লেনরুল এফসি ও এফসি রেয়াংদাইয়ের মধ্যে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। ১১ নভেম্বর গ্র্যান্ড ফাইনালে গ্রুপ এ ও গ্রুপ বি-এর চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে। শিলচরের বিধায়ক দিপায়ন চক্রবর্তী বলেন, “টুর্নামেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। গ্যালারির টিকিটের মূল্য ২০ টাকা এবং চেয়ারের টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট আটটি গেট থাকবে। ছাত্রদের জন্য কোনও টিকিট প্রয়োজন নেই। উদ্বোধনী ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে।”

সোমবার থেকে ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবল শুরু

ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত বলেন, প্রথম ম্যাচটির সময় দুপুর ২টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিএস এ -র সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বলেন, ম্যাচ শুরুর আগে ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ রাজদীপ রায়। খেলোয়াড়দের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। টুর্নামেন্টের জন্য ১০ জন রেফারি ও একজন ম্যাচ কমিশনার নিযুক্ত করা হয়েছে। টুর্নামেন্টের বাজেট প্রায় ৩০ লাখ টাকা। ফাইনাল ম্যাচের সময় বিকাল ৫টায় নির্ধারিত হয়েছে। ডিএসএ-এর এজি এস দেবাশিস শোম এবং কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরীও উপস্থিত ছিলেন।

সোমবার থেকে ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবল শুরু

Author

Spread the News