জোরদার প্রচার চালাচ্ছেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য

জোরদার প্রচার চালাচ্ছেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরকদমে প্রচার অভিযান চালাচ্ছেন পরিবহন আবগারি ও মীন বিভাগের মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ইতিমধ্যে প্রার্থী শুক্লবৈদ্য কাছাড় জেলার ২৩ টি সাংগঠনিক মণ্ডলে সভা সম্পূর্ন করে জেলার ১৬৩ টি গ্রাম পঞ্চায়েতের মোট ১৫৫১ টি বুথে শক্তিকেন্দ্র ভিত্তিক প্রচার অভিযান শুরু করেছেন। শনিবার বড়খলা বিধানসভা কেন্দ্রের তাপাল মণ্ডলের অন্তর্গত তরুতাজবাড়ি, শিলকুড়ি, ভরাখাই, শিলডুবি, ক্লেভারহাউস, ঘুংগুর এবং দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ টি শক্তিকেন্দ্রে  দলীয় সভা করেন তিনি।

এদিন প্রথমে তরুতাজবাড়ির দরগাকোণায় আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রথমে সবার কাছ থেকে আর্শীবাদ চেয়ে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করার আহবান করেন। তিনি বিগত ২০১৪ সালে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের শুরু থেকে ২০১৬ সালে অসমের সর্বানন্দ সোনোয়ালের সরকার এবং ২০২১ য়ের ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের মোট ভারত বর্ষের ১০ বছর বিজেপি নেতৃত্বাধীন কার্যকালে গোটা ভারতবর্ষ তথা অসম রাজ্যের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরেন।

জোরদার প্রচার চালাচ্ছেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য

তাছাড়াও বক্তব্যে মন্ত্রী বিরোধী দলের কঠোর সমালোচনা করেন। এদিনের সভায় তাপাং মণ্ডল বিজেপির সভাপতি প্রদীপ দাস, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি অমিতাভ রায়, জেলা বিজেপির সম্পাদিকা লক্ষীরাণি যাদব, আসাম রাজ্য অনুসুচিত জাতি বোর্ডের ডাইরেক্টর সুবোধ দাস, জেলা কিষান মোর্চার সভাপতি মানব সিং, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুচন্দ চক্রবর্তী, প্রাক্তন নরসিংহপুর মণ্ডল বিজেপির সভাপতি লালবাহাদুর কুর্মি সহ অন্যান্য বরিষ্ঠ দলীয় পদাধিকারীরা উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রীর হাত ধরে বড়খলা বিধানসভা কেন্দ্রের তাপাং মণ্ডলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। তছাড়ারও এদিন মন্ত্রীর প্রত্যেক সভায় কংগ্রেস দল ত্যাগ করে প্রায়  ৩০০ কর্মী বিজেপিতে যোগদান করেন।

Author

Spread the News