পাথারকান্দি কলেজে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : বিশ্ব ক্যান্সার দিবস পালনের লক্ষ্যে মঙ্গলবার পাথরকান্দি কলেজের আইকিউএসি-এর সহযোগিতায় প্রাণীবিদ্যা বিভাগ “ক্যান্সার সচেতনতা বিষয়ক একদিবসী সেমিনার” আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন প্রখ্যাত সার্জিক্যাল অনকোলজিস্ট এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের পরিচালক পদ্মশ্রী ডাঃ রবি কানন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের ক্যান্সার প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে একটি প্রাণবন্ত আলোচনায় যুক্ত করেন এবং তামাক ও অ্যালকোহল সেবনের ক্ষতিকর প্রভাবের উপর বক্তব্য রাখেন।

সেমিনারে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ শবনম বাহার বড়ভূইয়া, কাছাড় ক্যান্সার হাসপাতালের কর্তা কল্যাণ চক্রবর্তী, স্বামী বিবেকানন্দ কলেজ প্রাক্তন অধ্যক্ষ হরিপদ দেবনাথ ও পাথরকান্দি কলেজ গভর্নিং বডির প্রাক্তন সভাপতি, আহমেদ হুসেন প্রমুখ।

পাথারকান্দি কলেজে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এদিনে এই অনুষ্ঠান উপলক্ষে কলেজের পক্ষ থেকে রক্তদান অভিযানেরও আয়োজন করা। এতে কলেজের পড়ুয়া সহ অন্যান্যরা মিলে প্রায় ৫০ জন ব্যক্তি রক্তদান করেন।এতে কলেজের শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য, অনুষ্ঠানের শুরুতেই কলেজের অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক রক্তদান করেন। এদিনের সেমিনারের আহ্বায়ক ছিলেন ড. সুইটি নাথ বড়ভূইয়া ও সহ-আহ্বায়ক ছিলেন ড. অমরেন্দ্রনাথ চৌধুরী এবং মিস সাতরূপা দেব।

পাথারকান্দি কলেজে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Author

Spread the News