মণিপুরের সীমান্তে নদী পথে নিরাপত্তা বাড়াল কাছাড় পুলিশ, পরিদর্শন এসপির

বরাক তরঙ্গ, ১২ জুন : কাছাড় জেলার সঙ্গে মণিপুরের সীমান্তে যেসব নদী এলাকা রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে অসম পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার রাত থেকে ৬০০ জনের বেশি জিরিবামের বাসিন্দা সীমান্ত অতিক্রম করে লক্ষীপুর এলাকায় এসেছেন এবং এদের মধ্যে বেশিরভাগ নদী পেরিয়েই এরাজ্যে প্রবেশ করেছেন। ফলে, নদী এলাকাগুলোয় নিরাপত্তা কঠোর করা হচ্ছে। এর প্রধান কারণ কেউ যাতে অস্ত্রশস্ত্র নিয়ে অসমে ঢুকতে না পারে, দ্বিতীয়তঃ অবাধে প্রবেশ আটকানো।

কাছাড় পুলিশের তরফে এদিন সামাজিক মাধ্যম অ্যাক্স-য়ে লেখা হয়েছে, ‘নদীর মাধ্যমে যেসব এলাকায় সীমানা নির্ধারণ হয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে কাছাড় পুলিশ। বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা গোটা এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। যারাই মণিপুর থেকে অসমে ঢুকছেন তাদের তল্লাশি হচ্ছে এবং পরিচয় যাচাই করে দেখা হচ্ছে।’ সোমবার লক্ষ্মীপুরে এক বৈঠক আয়োজন করেছিল পুলিশ এবং সেখানে অংশ নিতে গিয়ে পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, তারা নদী এলাকার সুরক্ষার জন্য এনডিআরএফ, এসডিআরএফ সহ অন্যান্য বাহিনীর সাহায্য চেয়েছেন।

মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার শীতল কুমার বিভিন্ন সুরক্ষা বাহিনীদের নিয়ে বুধবার নদী এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, যেসব এলাকা দিয়ে গিরি গ্রামের বাসিন্দারা প্রবেশ করছেন সেখানে অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী রাজ্যে যে পরিস্থিতি দেখা দিয়েছে সেটা নিয়ে আমরা চিন্তিত। যারা পরিস্থিতির শিকার হয়ে আমাদের রাজ্যে আশ্রয় নিচ্ছে তাদের প্রতি সহানুভূতি রয়েছে। তবে আমাদের কাছে নিজেদের এলাকার আইনশৃঙ্খলা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।’

Author

Spread the News