মাদক ধ্বংস দিবসে দেড়শ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য পুড়ালো কাছাড় পুলিশ

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : মাদক ধ্বংস দিবস উপলক্ষে কাছাড় পুলিশ প্রায় দেড়শ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য পুড়ালো। সোমবার সারা দেশের সঙ্গে কাছাড় জেলার পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে উদ্ধার করা মাদকদ্রব্য পুড়িয়ে ধংস করে। এরমধ্যে রয়েছে হেরোইন, ব্রাউন সুগার, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, কফ সিরাপ ইত্যাদি মাদক দ্রব্য পোড়ানো হয়। মাদকেরস্তুপে অগ্নিসংযোগ করেন পুলিশ সুপার নুমুল মাহাতো।

মাদক ধ্বংস দিবসে দেড়শ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য পুড়ালো কাছাড় পুলিশ

মাদক মুক্ত অসম গড়ার লক্ষ্যে পুলিশ ধারাবাহিকভাবে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যায়। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাজেয়াপ্ত করে বিভিন্ন প্রকারের মাদক অসম পুলিশ। অনুরূপভাবে কাছাড়ের পুলিশও বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন প্রান্তে দিন বা রাতে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছিল। গত কয়েক দিনের উদ্ধার হওয়া মাদকদ্রব্য সোমবার মাদক ধ্বংস দিবস উপলক্ষে সারাদেশের সঙ্গে কাছাড়ের পুলিশও মাদকবিনষ্ট কর্মসূচি হাতে নেয়।

মাদক ধ্বংস দিবসে দেড়শ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য পুড়ালো কাছাড় পুলিশ

এদিন শ্রীকোণা অঞ্চলের একটি ইটভাটায় মাদকবিনষ্ট কর্মসূচি হিসেবে প্রায় দেড়শ কোটি টাকার মূল্যের বিভিন্ন ধরনের মাদক পুড়ালেন কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতো। এর মধ্যে রয়েছে

হেরোইন ৩.৩০২ কেজি
ইয়াবা ট্যাবলেট ১৪,৭৩,৭৬৫।
গাজা ২১২.৯৫১ কেজি
কফ সিরাপ ৩৭২৯।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News