গভীর খাদে পর্যটক বোঝাই বাস, নিহত ৮
১ অক্টোবর : গভীর রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা তামিলনাড়ুতে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পর্যটক বোঝাই বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নীলগিরি জেলায়। বাসটি কোয়েম্বাটোর জেলার উটি থেকে মেট্টুপালায়মের দিকে যাচ্ছিল। মাঝপথে কুনুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসে ৫৫ জন পর্যটক ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেপরোয়া গতিতে চলছিল বাসটি। আচমকা বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কুনুরের কাছে মারাপালামে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি।
ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জন আহতকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে কুনুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যলিন দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা, কম আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। খবর : আজকাল অনলাইন।