জমি বেদখলমুক্ত করতে বুলডোজার পাথারকান্দিতে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের ইছাবিল জিপির কটামণি এলাকার তেজপুরে স্কুল নির্মাণের প্রস্তাবিত জমি বেদখলমুক্ত করতে বৃহস্পতিবার ফের চলল প্রশাসনের বুলডোজার। এ দিন সকালে স্থানীয় সার্কল প্রশাসনের উদ্যোগে কড়া পুলিশি প্রহরায় কটামণির পাতিয়ালা সড়কের তেমাথায় এলাকায় চলে বুলডোজার। এতে আসদ্দর আলির পুরনো একটি ঘরের অংশ ফের গুঁড়িয়ে দেবার পাশাপাশি বিষ্ণুরাম কানুর ও হাজি আঞ্জির আলির একটি নতুন ভিটের আংশিক সীমানা দেওয়ালও গুঁড়িয়ে দেয় প্রশাসনের বুলডোজার।
সূত্রের মতে উল্লেখিত স্থানে সরকারি ভাবে একটি মডেল স্কুল নির্মানের কথা রয়েছে। এনিয়ে ইতিমধ্যে জমিও নির্ধারন করা হয় সরকারি ভাবে। পরে নির্ধারিত জমির একাংশ বেদখল হওয়াতে এতে বাধ্য হয়ে ডিসির নির্দেশে উচ্ছেদ চালায় সার্কল প্রশাসন। জানা গেছে, এ ব্যাপারে স্থানীয় তিন ব্যক্তির নামে ইতিমধ্যে নোটিশও জারি করা হয় প্রশাসনের পক্ষে। ভবিষ্যতে উল্লেখিত স্থানে ফের প্রশাসনের বুল ডোজার নামার সম্ভাবনা রয়েছে।