‘গুরু প্রণাম’ দিবস হিসেবে পালন কংগ্রেসের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : অসম প্রদেশ কংগ্রেসের নির্দেশে শিক্ষক দিবসকে ‘গুরু প্রণাম’ দিবস হিসেবে পালন করল শিলচর জেলা কংগ্রেস।এদিন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলার বেশ ক’জন প্রবীণ শিক্ষককে বাড়িতে গিয়ে উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিয়ে সন্মাননা জানান। সংবর্ধিত শিক্ষকদের মধ্যে রয়েছেন ড. তপোধীর ভট্টাচার্য, ড. অমলেন্দু ভট্টাচার্য, কমলেন্দু ভট্টাচার্য, অশেষ ভট্টাচার্য, তুষার দেব কানুনগো, সঞ্জীব দেব লস্কর, গৌতমপ্রসাদ দত্ত, তমাল রায় সহ মোট এগারো জনকে।