সোনাতুলায় ছাত্রছাত্রীদের নিয়ে প্রজাতন্ত্র দিবসে পালন বিএসএফের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : পাথারকান্দির ভারত-বাংলা সীমান্তবর্তী সোনাতুলা ১৩৪ নং বিএসএফ ক্যাম্পে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালান করলেন জওয়ানরা। জাতীয় পতাকা উত্তোলন করে কম্যান্ডেন্ট রবীন্দ্র কুমার। পরে শুরু হয় ক্যাম্পের জওয়ানদের উদ্যোগে ক্যাম্প সংলগ্ন মাঠে সীমান্ত এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোনাতুলায় ছাত্রছাত্রীদের নিয়ে প্রজাতন্ত্র দিবসে পালন বিএসএফের

অনুষ্ঠানে বিএসএফ আধিকারিক সহ বিশিষ্ট জনেরা প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এতে বক্তব্য রাখেন আসাম ইউনিভার্সিটির প্রফেসর এন গঙ্গা বুসান, মনীষ তোমার, বিএসএফ কমান্ডেন্ট রবীন্দ্র কুমার, সেকেন্ড কমান্ডেন্ট অজয় বাট, ডেপুটি কমান্ডেন্ট এইচ এস তোমার প্রমুখ।

সোনাতুলায় ছাত্রছাত্রীদের নিয়ে প্রজাতন্ত্র দিবসে পালন বিএসএফের

Author

Spread the News