ধর্মনগরে দুই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত দুই
বরাক তরঙ্গ, ২৬ জুন : উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্ব নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বুধবার উত্তর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ফের এক নেশার বিরোধী অভিযানে নেমে সফলতা পেলো ত্রিপুরা পুলিশ।
জানা গেছে, মিজোরাম থেকে নেশাজাতীয় সামগ্রী নিয়ে ত্রিপুরা রাজ্যের খোয়াই ও তেলিয়ামুড়া যাওয়ার পথে টিআর ০৫-৭১৩৬ নম্বরের একটি গাড়ি উত্তর ত্রিপুরা ধর্মনগরের দত্তপুর এলাকার কৃষ্ণপুর স্কুলের সামনে গাড়িটিকে আটক করেন পুলিশ কর্মীরা। পরে আটক করা গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ টি সাবান কেস থেকে মোট ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। সঙ্গে সঙ্গে আটক করা হয় দু’জন পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃতরা হলেন জাবেদ আলি (৩০) ও জয়দুল হোসেন (৩০)। তাদের বাড়িও বক্সনগর।ধৃতদের বিরুদ্ধে ধর্মনগর থানার পুলিশ সুনির্দিষ্ট এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের কালোবাজারি মুল্য প্রায় দুই কোটি টাকার মতো হবে বলে জানা গেছে।