ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্লাস বর্জন

২৬ ডিসেম্বর : নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্লাস বর্জন করেছেন। ঘটনাটি আর কোথাও নয়, আফগানিস্তানের। সেদেশের তালিবান সরকার নারীদের উচ্চ শিক্ষা বন্ধ করায় ছাত্ররা আন্দোলন শুরু করেন। রবিবার আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, নারী শিক্ষার্থীরা ক্লাসে না ফেরা পর্যন্ত আফগান ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন।

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিশ্ববিদ্যালয়ের অনেক প্রভাষকও তালিবানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। এ মাসে আফগানিস্তানের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা দিয়েছে। সিদ্ধান্তটিকে কেন্দ্র করে আফগানিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়। আন্তর্জাতিকভাবেও আফগান সরকার সমালোচনার মুখে পড়ে। ছবি সংগৃহিত।

Author

Spread the News