স্বামীর নির্যাতন, বাড়ি থেকে নিরুদ্দেশ গৃহবধূ, পুলিশের দ্বারস্থ উভয় পক্ষ
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : স্বামীর নির্যাতনে বাড়ি থেকে নিরুদ্দেশ এক গৃহবধূ! পুলিশের দ্বারস্থ গৃহবধূর স্বামীর ও বাবার বাড়ির লোকজন। স্বামীর অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন এক গৃহবধূ এমনি অভিযোগ নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ির লোকের।
জানা গেছে, ত্রিপুরার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার সরস্বতী সরকারের মেয়ে প্রিয়া সরকার ওরফে পায়েলের গত পাঁচ বছর আগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার অভিজিৎ দাসের সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয়। এরপর থেকে নানা কারণে তাদের দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি। এরই মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার গৃহবধূ প্রিয়া সরকার পাণ্ডবপুরস্থিত তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। সেদিনই প্রিয়ার স্বামী অভিজিৎ ঘটনাটি প্রিয়ার বাবার বাড়ির লোকজনদেরকে জানান। পরে নিখোঁজ গৃহবধূকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে গৃহবধূর স্বামীর বাড়ি এবং বাবার বাড়ির তরফ থেকে পৃথক পৃথক ভাবে আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এ কাণ্ডে পুলিশ তদন্তে নামলেও ঘটনার তিনদিন পরও নিখোজ গৃহবধূকে খুঁজে পাবার কোন খবর পাওয়া যায়নি।
এদিকে গৃহবধূ প্রিয়া সরকারের বাবার বাড়ির লোকেরা সোমবার সাংবাদিকদের ডেকে জানান যে প্রিয়া সরকারের স্বামী অভিজিৎ দাস বিয়ের পর থেকেই প্রিয়ার উপর কারনে অকারনে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এনিয়ে বার কয়েক গ্রাম্য বিচার সভাও হয়।কিন্তু সমস্যা কাটেনি। নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে শনিবার প্রিয়া নিজ বাড়ি থেকে বেহদিশ হয়ে যান। এ কান্ডে বর্তমানে উভয় পরিবারের লোকেরা চরম উৎকন্ঠায় পড়েছেন। এ দিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে গৃহবধূর স্বামীর বাড়ির কোন মন্তব্য মেলেনি।