উত্তর ত্রিপুরায় বর্ডার অ্যারিয়া এক্সচেঞ্জ ইয়ুথ প্রোগ্রাম সম্পন্ন
বরাক তরঙ্গ, ৮ মার্চ : ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ ‘মাই ভারত’ (নেহরু যুব কেন্দ্র), উত্তর ত্রিপুরার উদ্যোগে পাঁচদিনব্যাপী বর্ডার অ্যারিয়া এক্সচেঞ্জ ইয়ুথ প্রোগ্রাম শুক্রবার সফলভাবে সমাপ্ত হয়। ধর্মনগরের হিতসাধনী কো-অপারেটিভ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহিররঞ্জন নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার ডেপুটি কালেক্টর সি লাল ফাকসানগা, উত্তর ত্রিপুরা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা বিভাবসু গোস্বামী এবং জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত অঞ্জন বর্ধন।
পাঁচদিনের এই বিশেষ কর্মসূচিতে অসম, বিহার, ঝাড়খণ্ড, মিজোরাম ও পশ্চিমবঙ্গ থেকে আগত ২২ জন স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবীকারা অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় লিডারশিপ, যোগ, মেডিটেশন, লাইফ স্কিল, মাদকবিরোধী সচেতনতা ও কমিউনিটি ডেভেলপমেন্ট-এর ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালিত হয় অভিজ্ঞ রিসোর্স পার্সনদের মাধ্যমে।সফরের অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা উনাকোটি দর্শনীয় স্থান, আদর্শ সংঘ, ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ও বিএসএফ ক্যাম্প ইয়াকুবনগর পরিদর্শন করেন। পাশাপাশি, সীমান্তবর্তী গ্রামগুলিতে স্থানীয় পরিবারের জীবনধারা সম্পর্কে জানার উদ্দেশ্যে গৃহভ্রমণ ও আলোচনা সভারও আয়োজন করা হয়।

সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেন প্রধান অতিথি মিহিররঞ্জন নাথ। তিনি বক্তব্যে ত্রিপুরার পর্যটন শিল্পের বিকাশে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ৩ মার্চ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জেলার যুব আধিকারিক কুনাল গৌতম, যিনি অংশগ্রহণকারীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।এই কর্মসূচি উত্তর ত্রিপুরার যুবসমাজের মধ্যে সামাজিক উন্নয়ন ও নেতৃত্বগুণ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।