ফিল্মি কায়দায় ধাওয়া করে বোলেরো আটক, উদ্ধার ২৩২ কেজি গাঁজা
যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার অধীন কমলপুরে পুলিশের অভিযানে ফের বড়সড় সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে নেমে পুলিশ ফিল্মি কায়দায় ধাওয়া করে একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ২৩২ কেজি। যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ির চালক।
ঘটনার বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) সমুদ্র দেববর্মা জানান, আজ কমলপুর থানার অন্তর্গত দুর্গাচৌমুহনি নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশকর্মীরা গোপন সূত্রে খবর পান যে, আগরতলার দিক থেকে একটি গাঁজাবোঝাই বোলেরো গাড়ি আসছে। খবরের ভিত্তিতে পুলিশ নাকা পয়েন্টে ওৎ পেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টিআর ০৪এ সি ০২৮৯ নম্বরের সন্দেহভাজন বোলেরো গাড়িটি আসতে দেখে পুলিশ থামার জন্য সংকেত দেয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এরপর পুলিশ গাড়িটির পিছু ধাওয়া শুরু করে। বেশ কিছু দূর যাওয়ার পর আপার সাইকা এলাকায় রাস্তার পাশে গাড়িটি ফেলে চালক অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৮৭২টি প্যাকেটে মোট ২৩২ কিলোগ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে।
বর্তমানে গাঁজাসহ গাড়িটি আটক করে কমলপুর থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং এনডিপিএস ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে।