সিইএম কাপ : জয়ী ব্লু হিলস

সিইএম কাপ : জয়ী ব্লু হিলস

শামিম বড়ভূইয়া, হাফলং।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : হাফলঙে ২০তম সিইএম কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের লিগ ম্যাচে জয়ী হল ব্লু হিলস এসি। রবিবার ২-১ গোলে হারায় এভারগ্রিন ক্লাবকে। খেলায় জোড়া গোল করেন হাওকোলেন (Haokholen)। প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে প্রথম গ‌োল করেন হাওকোলেন এবং ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন। এভারগ্রিন ক্লাব হাড্ডাহাড্ডি লড়াই করেও সমতায় ফিরতে ব্যর্থ হয়। ৮৬ মিইটে একমাত্র গোলটি করেন  কেলভিন।

টুর্নামেন্টের লিগ পর্যায়ের ‘এ’ গ্রুপে শীর্ষে রয়েছে কুকিস্থান ক্লাব। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডিমা ইউনাইটেড এফসি। ‘বি’ গ্রুপের তালিকার প্রথমে রয়েছে ব্লু হিলস এসি ও দ্বিতীয় ওরিয়র্স অব ওয়াইমুইঙ।

সিইএম কাপ : জয়ী ব্লু হিলস
Spread the News
error: Content is protected !!