ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান শিবির গোলদিঘি মলে

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল গোলদিঘি মিউনিসিপাল মল, রূপম সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং লিও ক্লাব অব শিলচর গ্রেটার। রক্ত সংগ্রহে ছিল কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের ব্লাড সেন্টার।

এদিন গোলদিঘি মিউনিসিপাল মলে সকাল সাড়ে এগারোটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন হয়। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পালের পৌরোহিত্যে উদ্বোধনী সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সুভাষ চৌধুরী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রূপম সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, গোলদিঘি মিউনিসিপাল মলের অপারেশন ম্যানেজার কাজল কর্মকার, ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ মেডিক্যাল অফিসার ডা. দিলোয়ার হুসেন, ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সহ-সভাপতি নন্দ দুলাল সাহা এবং রঞ্জিত মিশ্র, কার্যবাহী সদস্য গৌরী দেবনাথ প্রমুখ। উদ্বোধনী নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী অভিস্মিতা  (গুণগুণ) রুদ্র গুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন জেলা সভাপতি দেবব্রত পাল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ারপারসন সব্যসাচী রুদ্র গুপ্ত।

এদিন শিবিরে একমাত্র মহিলা পারমিতা ভট্টাচার্য  সহ ২৩ জন রক্তদান করেন। সব রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।

ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান শিবির গোলদিঘি মলে
ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান শিবির গোলদিঘি মলে

Author

Spread the News