রবীন্দ্র মেলায় সন্তোষ কুমার রায় স্মারক বক্তৃতা

সমাজ জীবনে মেলার ভূমিকা তুলে ধরলেন লোক গবেষক অমলেন্দু ভট্টাচার্য____

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : সমাজ জীবনে মেলার ভূমিকা এবং বরাক উপত্যকায় মেলার ঐতিহ্য শীর্ষক সন্তোষ কুমার রায় স্মারক বক্তৃতায় বিভিন্ন অজানা তথ্য তুলে ধরলেন মুখ্য বক্তা তথা বরাক উপত্যকার বিশিষ্ট লোক গবেষক অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য। তিনি প্রাক ঐতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যেসমস্ত মেলা হচ্ছে এর উপর তথ্য ভিত্তিক আলোচনা করেন। এই সভায়
পৌরোহিত্য করেন মেলা কমিটির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। তিনি বিষয় ভিত্তিক বক্তা অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্যকে সংবর্ধনা জানান এবং তিনি এখানে বক্তব্য রাখতে আসার জন্য কৃতজ্ঞতা জানান।

এর আগে কার্যকরী সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাহুল রায় স্মারক বক্তৃতা উপসমিতিকে বিগত ১৩ বছর আগে তাঁর প্রয়াত দাদু সন্তোষকুমার রায়ের স্মৃতিতে স্মারক বক্তৃতা শুরু করার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি জননেতা সন্তোষ কুমার রায়ের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করে স্মৃতি চারণ করেন। স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির সাধারণ সম্পাদক পিনাকী ভট্টাচার্য। এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপসমিতি আহ্বায়ক এসএস কলেজের বর্তমান অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য।

রবীন্দ্র মেলায় সন্তোষ কুমার রায় স্মারক বক্তৃতা

পরবর্তীতে বিষয় ভিত্তিক বক্তব্য রাখতে গিয়ে অমলেন্দুবাবু বরাক উপত্যকার মেলা প্রসঙ্গে টেনে এনে বলেন প্রায় ১৪৩ বছর আগে হাইলাকান্দিতে মেলা অনুষ্ঠিত হওয়ার তাঁর কাছে এক তথ্য রয়েছে এবং তিনি এ প্রসঙ্গে আনুষাঙ্গিক কিছু তথ্য ও তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন সময় মেলা তার রূপ পাল্টাচ্ছে কিন্তু মানুষ ঠিক এর মধ্য থেকে আনন্দ কুড়িয়ে নিচ্ছে। তাই নব প্রজন্মের গবেষকদের বিভিন্ন তথ্য জোগাড় করে রাখতে আহ্বান জানিয়ে রবীন্দ্র মেলা কতৃপক্ষ যেভাবে মেলার মধ্যে এক বৌদ্ধিক বাতাবরণ বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য তিনি সাধুবাদ জানান। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সুশান্ত মোহন চট্টোপাধ্যায়।

রবীন্দ্র মেলায় সন্তোষ কুমার রায় স্মারক বক্তৃতা
রবীন্দ্র মেলায় সন্তোষ কুমার রায় স্মারক বক্তৃতা

Author

Spread the News