ডেঙ্গারবন্দে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন সম্পন্ন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ জিপির পূর্ব পেঁচারঘাট এলপি স্কুল প্রাঙ্গণে মঙ্গলবার সমাপ্ত হল শ্রীশ্রী ভুবন মঙ্গল অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। রবিবার অধিবাসের মধ্য দিয়ে এই নামযজ্ঞের সূচনা হয়। এরপর সোমবার দিনরাত ব্যাপী অনুষ্ঠিত হয় ভজন-কীর্তন পরিবেশনা। মঙ্গলবার সকালে নগর পরিক্রমা শেষে পূর্ণা কীর্তনের মাধ্যমে সমাপ্তি ঘটে এই মহতী ধর্মীয় অনুষ্ঠানের।

এদিন দুপুরে অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। হরিনাম সংকীর্তন আসরে ধর্মনগরের সজল তালুকদার কীর্তনীয়া, শ্রীগুরু প্রদামৃত সম্প্রদায়, আগরতলার রায়কানু সম্প্রদায় এবং কাঠিগড়ার রাধাবিনোদ সম্প্রদায় তাদের কীর্তন পরিবেশন করেন।এই ধর্মীয় আয়োজনের সফল বাস্তবায়নে আয়োজক কমিটির পক্ষে নিরুপ বৈদ্য, অসীম চন্দ, শিবম বৈদ্য, বিভাস বৈদ্য, অমল বৈদ্য, সুজিত বৈদ্য, রূপক বৈদ্য এবং বিশ্বজিৎ বৈদ্য সকল সনাতনী গৌরভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডেঙ্গারবন্দে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন সম্পন্ন
ডেঙ্গারবন্দে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন সম্পন্ন

Author

Spread the News