আলিপুর হাসপাতালে রক্তদান শিবির
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : ব্যুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল আলিপুরের ব্যবস্থাপনায় এবং হরিনগর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও শিলচর এসএম দেব সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার আলিপুর হাসপাতালে বিনামূল্যে ও স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন আলিপুর হাসপাতালের প্রায় পঞ্চশের অধিক নার্স ও কর্মচারী। কিন্তু বিভিন্ন শারীরিক অসুবিধার কারনে অনেকেই রক্তদান করতে পারেননি। শেষ পর্যন্ত চিকিৎসক, নার্স, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষী মিলে ২৮ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেছেন এই শিবিরে। এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করা ব্যক্তিদের শংসাপত্র প্রদান করা হয় রোটারি ক্লাব ও শিলচর সিভিল হাসপাতালের পক্ষ থেকে। আলিপুর খ্রিস্টান হাসপাতাল কতৃপক্ষ সদা সর্বদা মানবসেবায় গুরুত্ব প্রদান করে।
রক্তদান শিবির আয়োজন সহ বিনামূল্যে চিকিৎসা শিবির, ত্রাণসামগ্রী বিতরণ করে সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করতে প্রায়ই দেখা যায় আলিপুর হাসপাতাল কর্তৃপক্ষকে। আলিপুর হাসপাতালের ম্যানেজার জনশন সিংশন বলেন রক্তদান অত্যন্ত মহৎ কাজ,রক্তদান মানে অন্যের জীবন দান। রক্তদান করতে যারা এগিয়ে এসেছেন এবং এই শিবির পরিচালনায় যারা পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান জনশন সিংশন।