ব্লক লেভেল ক্যুইজ প্রতিযোগিতা সোনাই এডুকেশন ব্লকে

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : সোনাই শিক্ষা খণ্ডের ব্যবস্থাপনায় ও মাধবচন্দ্র দাস কলেজের সহযোগিতায় সমগ্র শিক্ষার অধীনে এক দিবসীয় ক্যুইজ প্রতিযোগিতা আয়োজিত হয় মাধবচন্দ্র দাস কলেজে। অনুষ্ঠানে ছিল চারটি পর্ব। প্রথম পর্বে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয় এবং সেখান থেকে এলিমেনটারি ও সেকেন্ডারি দু’টি লেভেলে চল্লিশজন ছাত্র-ছাত্রীকে নির্বাচিত করে তাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে বারোজনকে বিজয়ী ঘোষণা করা হয়। যাদের পুরস্কৃত করা হয় তারা হলেন- এলিমেন্টারি লেভেলে প্রথম হন – হরিণা পাবলিক এমই স্কুলের বিশাল দাস ও কৌশিক দাস, দ্বিতীয় – বুধুরাইল হাইস্কুলের শৌভম দাস ও স্মৃতি দাস, তৃতীয় চাওতাল সিংহ মণিপুরি এমই স্কুলের ইউ দীপ সিংহ ও গীতাঞ্জলি সিংহ। সেকেন্ডারি সেকশনে প্রথম হন চেংচুরি বাগান হাইস্কুলের গণেশ দাস ও প্রাণ কৃষ্ণ  দাস, দ্বিতীয় স্বাধীনবাজার হাইস্কুলের লুৎফা বেগম লস্কর ও রাসুমা বেগম, তৃতীয় বনতারাপুর হাইস্কুলের এম সুজাতা সিংহ ও এইচ তাম্বলতম্বি চানু।

এ দিন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্করের পৌরোহিত্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. হিমাদ্রী শেখর দাস, অতিথি হিসেবে ছিলেন ড. বিদ্যুৎ দেব চৌধুরী, অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর, বিইইও মিসেস নন্দিনী মুখার্জি। প্রধান অতিথি ড. দাস বলেন,  গ্রামাঞ্চলে প্রতিভা আছে, সেটাকে যত্ন করে গড়ে তুলবার দায়িত্ব নিতে হবে  সবার। নিজের অভিজ্ঞতা  তুলে ধরে উৎসাহিত করেন ছাত্রছাত্রীদের। এ ছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন, ড. বিদ্যুৎ দেব চৌধুরী, অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর ও বিও নন্দিনী মুখার্জি।

ব্লক লেভেল ক্যুইজ প্রতিযোগিতা সোনাই এডুকেশন ব্লকে

এ দিনের অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয় ড. হিমাদ্রী শেখর দাস, ড. বিদ্যৎ দেব চৌধুরী, অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর ও বিইইও মিসেস নন্দিনী মুখার্জিকে। সমাপ্তি সংগীত পরিবেশন করে সবাইকে চমকে দেন বিও নন্দনী মুখার্জি।

ব্লক লেভেল ক্যুইজ প্রতিযোগিতা সোনাই এডুকেশন ব্লকে

অনুষ্ঠানে ক্যুইজ পরিচালনা করেন অধ্যাপক খালেদ আজম মজুমদার, জাবেদ সুলতান মজুমদার,সুজাতা রায় চৌধুরী ও সাবিনা সুলতানা মজুমদার। স্কোর করেন এসএম ফিরোজ লস্কর, বিশ্বজিৎ গোপ, দিলওয়ার হোসেন ও আফসর হোসেন মজুমদার। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর ও এসএম ফিরোজ লস্কর।

Author

Spread the News