শুভ দাস, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : ডিজিটাল সংগঠন-ব্যবস্থাপনায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ শ্রীভূমির এক তরুণ কর্মী নতুন দায়িত্বে সম্মানিত হলেন। গত কয়েক বছরে তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও সোশ্যাল মিডিয়া পরিচালনার দক্ষতা দলীয় মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
তথ্যানুযায়ী,২০২৩ সালে তিনি এবিভিপি নিলামবাজার ইউনিটের সোশ্যাল মিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে ভারতীয় জনতা যুব মোর্চা, দক্ষিণ শ্রীভূমি মণ্ডলে সোশ্যাল মিডিয়া কো-ইনচার্জ হিসেবে তাঁর কর্মযাত্রা আরও বিস্তৃত হয়। ২০২৫ সালে একই মণ্ডলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ হিসেবে তিনি সফলভাবে ডিজিটাল কার্যক্রম পরিচালনা করেন।
এদিন BJYM আসাম-এর সভাপতি রাকেশ দাস এবং BJYM অসমের সোশ্যাল মিডিয়া ইনচার্জ কৃতি কমল তাঁর পূর্ববর্তী কাজ পর্যালোচনা করেন এবং মূল্যায়নের ভিত্তিতে তাঁকে BJYM অসম রাজ্য কমিটির সোশ্যাল মিডিয়া সদস্য হিসেবে শ্রীভূমি থেকে মনোনীত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তি সংগঠনের ডিজিটাল প্রচার ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। তাঁর এই সাফল্যে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।


