উত্তর ত্রিপুরার ছয়টি মণ্ডলে বিজেপির বিজয় উৎসব
বরাক তরঙ্গ, ১২ জুন : প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্যের উপস্থিতিতে উত্তর ত্রিপুরার বিভিন্ন মণ্ডলে বিজেপির বিজয় উৎসব পালিত হল। দিল্লিতে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নরেন্দ্র মোদির নেতৃত্বদীন সরকার বিগত দশ বছরের শাসনকালে সব থেকে বেশি স্বাধীনত্তোর ও সর্ব স্পর্শী কাজ করেছে বলে মত প্রকাশ করলেন রাজ্য বিজেপি সহসভাপতি তাপস ভাট্টাচার্য।
মঙ্গলবার অনুষ্ঠিত হয় বিজয় উৎসব সহ সাংবাদিক সম্বেলন। এদিন মূলত দেশে লাগার তৃতীয় বার এনডিএ সরকার ক্ষমতায় আসা ও তৃতীয় বারের মতো নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা উপলক্ষে এদিন দিনভর উত্তর ত্রিপুরার ছয়টি মণ্ডলজুড়ে অনুষ্ঠিত হয় বিজেপি দলের বিজয় উৎসব। এদিনের বিজয় উৎসব এক যুগে মণ্ডল থেকে প্রতিটি বুথ স্তরে অনুষ্ঠিত হয়।আর এদিনের বিজয় উল্লাস কর্মসূচিতে অংশ নিতে উত্তর জেলায় ছুটে আসেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তথা উত্তর জেলার প্রভারী তাপস ভট্টাচার্য।

এদিন সকাল থেকে তিনি একে একে কদমতলা কুর্তি, বাগবাসা ও যুবরাজ নগর মন্ডলের বিজয় উৎসবে সামিল হয়ে৷ সঙ্গে এদিনের বিজয় উৎসবে দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারেন। পরে এ উপলক্ষে এদিন বিকেল পাঁচটায় উত্তর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তথা জেলা প্রভারী তাপস ভট্টাচার্য, জেলা সহসভাপতি জহর চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাবে এনডিএ সরকার। বিগত দশ বছরের শাসনকালে ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতবর্ষের মানুষের জীবন মান, দরিদ্র দূরীকরণ, অর্থনীতি ইত্যাদি নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকশিত ভারত সংকল্প সার্থক হবে বলে উপস্থিত সাংবাদিকদে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক বৈঠক সমাপ্তি ঘোষণা করেন প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য।