দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়, শ্রীভূমিতে আনন্দ উল্লাস
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ে শ্রীভূমি জেলার সর্বত্র ব্যাপক উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে। স্থানীয় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। শনিবার সন্ধ্যায় পাথারকান্দি কেন্দ্রের বাজারিছড়া হসপিট্যাল রোড সংলগ্ন এলাকায় বিজেপি কর্মীরা বাজি ফাটিয়ে, মিষ্টিমুখ করে বিজয় উদযাপন করেন। তাঁরা একে অপরকে লাড্ডু খাইয়ে উল্লাস প্রকাশ করেন। দলের পক্ষ থেকে উপস্থিত অনুপ দে, নিতাই নাগ, মনোজ দাশগুপ্ত প্রমুখ জানান, দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে কাঙ্খিত বিজয় নিশ্চিত করল বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় কর্মীরা দারুণ উৎসাহিত হয়েছেন। তাঁরা মনে করেন, দিল্লির এই বিজয়ের ফলে আগামী দিনে কর্মীরা আরও অনুপ্রাণিত হয়ে সংগঠনের কাজ চালিয়ে যাবেন।

আনন্দ উৎসবের সময় উপস্থিত সমর্থকেরা ভারত মাতার নামে জয়ধ্বনি দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নামে জিন্দাবাদ ধ্বনি তোলেন। এই আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন নিশিকান্ত দাস, গৌতম সিংহ, সত্যজিৎ পাল, ইন্দ্রজিত পাল, চাওরেন সিংহ, রাজকুমার দাস, মিটন রায়, অমিত দেব, শুভ্র পাল, সুজয় পাল, দীপক বর্ধন প্রমুখ।

