উদারবন্দে জনসমস্যা সমাধানে উদ্যোগী বিজেপি কর্মী
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : উদারবন্দ এলাকার বেহাল যোগাযোগ ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয়জলের সঙ্কট সমাধানের লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করলেন বিজেপি কর্মকর্তা সঞ্জয় আদিত্য সিং। বৃহত্তর শালগঙ্গা এলাকার সবকটি সড়ক এবং প্রত্যন্ত বাগান এলাকা টিকল বাগান ,কুম্ভা বাগান, নিস্তল বাগান, পাতিছড়া বাগান, দিগুন বাগান, মাটিছড়া বাগান,আয়না ছড়া বাগান, গন্টি বাড়ী বাগান প্রভৃতি বাগান গুলো ঘুরে সমস্যার জনগনের কথা শুনলেন তিনি।
বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অবহেলায় উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত তাঁরা। কারও অভিযোগ, দুইবারের বিধায়ক মিহিরকান্তি সোমের কর্মবিমুখতার কারণে সমস্যার সমাধান হয়নি, আবার কেউ বললেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিত সিংয়ের ব্যর্থতার কারণেই এই অবস্থা। বহুস্থানে জলের পাইপলাইন থাকলেও জল নেই, সরকারি পিএইচই থাকলেও বিশুদ্ধ পানীয়জলের অভাব প্রকট। অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে নদী থেকে জল আনতে হচ্ছে। অরুণোদয় প্রকল্প ও প্রধানমন্ত্রী আবাস থেকেও অনেক প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত বলে অভিযোগ ওঠে। পর্যটন শেষে সঞ্জয় আদিত্য সিং আবেগাপ্লুত হয়ে জানান, স্থানীয় জনসমস্যাগুলো দ্রুত সমাধানে তিনি বিভাগীয় মন্ত্রী ও প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। সমস্যাগুলোর নিরসনে তিনি অতিসত্বর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। শনিবার কর্মসূচি শুরু হয় শালগঙ্গার কালাচাঁদ বাবার আশ্রমে আশীর্বাদ গ্রহণের মাধ্যমে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জয়দীপ ধর, দেবদীপ ধর, যীশু রায়, মিঠু অধিকারী, বিকাশ রায় সহ অনেকে।