ফিরোজাবাদে একাধিক মসজিদের লাউডস্পিকার সরালো পুলিশ

২৯ ডিসেম্বর : উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় পুলিশের পক্ষ থেকে একাধিক মসজিদের লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, মসজিদ থেকে উচ্চস্বরে আওয়াজ আসায় স্থানীয়দের অনেকেরই সমস্যা হচ্ছিল। তা নিয়ে একাধিকবার অভিযোগও পেয়েছে পুলিশ। তারপরই এই পদক্ষেপ করা হল।

লাউডস্পিকার সরানোর পাশাপাশি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশকিছু মসজিদে লাউডস্পিকারের শব্দ কমিয়ে দিয়েছে। সব ধর্মীয় স্থান এবং প্রতিষ্ঠানকে শব্দ দূষণ নিয়ম মেনে চলতে নির্দেশ দিয়েছে।

ফিরোজাবাদ জেলার পুলিশ সুপার  রবি শঙ্কর প্রসাদ বলেছেন, “আমরা সব ধর্মের প্রতি সম্মান দেখাই। কিন্তু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। কীসে জনসাধারণের সমস্যা হচ্ছে, সেদিকেও নজর রাখতে হবে। এমনকি প্রচণ্ড আওয়াজে শব্দদূষণও হচ্ছিল। এই পদক্ষেপ আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে।” তাঁর হুঁশিয়ারি যে, “যেকোনও ধরনের আইন বিরুদ্ধে কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”
খবর : আজকাল অনলাইন।

ফিরোজাবাদে একাধিক মসজিদের লাউডস্পিকার সরালো পুলিশ

Author

Spread the News