প্রধানমন্ত্রীর নাম বলতে গিয়ে বারবার ভুল বিজেপি সাংসদের

১১ ডিসেম্বর : বুধবার সংসদে ফের নাম বিড়ম্বনা। সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবার সংসদে প্রধানমন্ত্রীর নামের পদবী ভুল বললেন তাঁরই দলের সাংসদ। সংসদে বক্তব্য রাখার সময় সেই সাংসদ বললেন ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাজপেয়ী।’ আর একথা মুখ দিয়ে বেরোতেই সংসদে ওঠে হাসির রোল।

এবার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বাজপেয়ী বলে উল্লেখ করলেন খোদ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এসআইআর নিয়ে চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনও তিনি নিশানা করেছেন রাহুল গান্ধিকে, আবার কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার এসআইআর প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর করতে দেব না, হল তো। কেন এসআইআর নিয়ে গালাগাল করছেন? বাংলায় অনুপ্রবেশ রুখতে কাঁটাতার লাগানোর জন্য জমি দেওয়া হয়নি। তার জেরে বাংলায় অনুপ্রবেশকারীদের ভিড় হয়েছে। আর তাদের নকল পরিচয়পত্র তৈরিতে সহযোগিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এরপরই নামবিভ্রাটে জড়ান তিনি। মুখ ফসকে বলে ফেলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাজপেয়ী।” পরে অবশ্য ঢোঁক গিলে নিজের ভুল শুধরে  নরেন্দ্র মোদি বলেন। এরপরেই সংসদে হাসির রোল উঠে। অনেকেই তীর্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লক্ষ্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *