দলে টানতে সংখ্যালঘুদের পাশে বিজেপি নেত্রী শিপ্রা

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : লোকসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চর্চাও বাড়ছে। স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় পর করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হতেই বিভিন্ন দলের প্রার্থীত্বের দাবিদারের তালিকা ক্রমস লম্বা হচ্ছে। কংগ্রেস, বিজেপি, এআইইউএফদলের টিকিটের দাবিতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন কয়েক ডজন প্রার্থী। দৌড়ে শামিল হয়েছেন বিজেপি দলের রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা শিপ্রা গুনও। কিন্তু সম্প্রতি ডিলিমিটিশনের ফলে প্রায় দুই লক্ষ মুসলিম ভোট বেশি হওয়ায়। সংখ্যালঘুদের দলে টানতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ। এমনকি দক্ষিণ করিমগঞ্জ সহ বিভিন্ন মুসলিম এলাকা পরিদর্শন করার পাশাপাশি মুসলমানদের সঙ্গে মতবিনিময় শুরু করে দিয়েছেন তিনি। আজ, নিলামবাজার লালপুলস্তিত জনতার আওয়াজ এনজিওর কার্যালয় উপস্থিত হয়ে জনগণের সঙ্গে বতর্মান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এদিন  তিনি  বক্তব্য রাখতে গিয়ে  জনতার আওয়াজ এনজিওর  ভুয়সী প্রশংসা করার পাশাপাশি সমাজের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান।

দলে টানতে সংখ্যালঘুদের পাশে বিজেপি নেত্রী শিপ্রা

এছাড়াও তিনি আরও বলেন, বিজেপি সাম্প্রদায়িক নয়। এই দল একমাত্র উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সময়ে যে উন্নয়ন হচ্ছে সেটা এক বৃহৎ কর্মযজ্ঞ। বতর্মানে বিশেষ করে করিমগঞ্জের প্রান্তে প্রান্তে সড়ক যোগাযোগ ব্যবস্তা সহ বিশুদ্ধ পানীয়জল ও বিদুৎ সংযোগ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এর সুফল সব সম্প্রদায়ের মানুষ ভোগ করছেন।এভাবে রেশন কার্ডও দেওয়ার ব্যবস্তা করা  হচ্ছে। দল মিথ্যা প্রতিশ্রুতি নয়, কাজে বিশ্বাসী।এখানেই শেষ নয় তিনি আরও বলেন, নির্বাচন এগিয়ে এলে অনেকেই সংখ্যালঘু এলাকার গ্রাম-গ্রামান্তরে। আর নিজেদের ডঙ্কা বাজাতে গিয়ে সহজ -সরল  মানুষদের মধ্যে আজব কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করেন।ভোট শেষ হলে এদের আর  দেখা পাওয়া  যায়না।সাধারণ মানুষ যখন কস্ট করেন,তখন তারা আর খবর নিতে আসেন না।নিজেদের ভোট অত্যন্ত মুল্যবান।তাই ভেবেচিন্তে  সবাইকে উন্নয়নের পাশে থাকার আহবান জানান শিপ্রা গুণ।

দলে টানতে সংখ্যালঘুদের পাশে বিজেপি নেত্রী শিপ্রা

এদিকে এদিন সংস্তার পক্ষ থেকে সভাপতি মানই মিয়া সম্পাদক পাকি মিয়া তাপাদার ও সৈয়দ সেলিম আহমেদ,জাইদুল আহমেদরা, আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্র থেকে বিজেপি দলের রাজ্যিক মহিলা মোর্চার সম্পাদিকা শিপ্রা গুণকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি শাসক দলের   উর্ধ্বতম কর্তীপক্ষের দৃষ্টি করে শিপ্রাগুনকে বিজেপি দলের  করিমগঞ্জে প্রার্থী করার যোরালো  দাবি তুলেন তারা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News