সাত ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করা ইমামের প্রশংসা বিজেপি নেত্রীর

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : পুকুরে পড়া ভ্যান থেকে সাত ব্যক্তিকে রক্ষা করায় নিলামবাজারের মীরাবাড়ি টাইটাল মাদ্রাসার শিক্ষক আব্দুল বাসিতকে সংবর্ধনা জানালেন বিজেপি নেত্রী ও অসম মহিলা কমিশনের সদস্যা শিপ্রা গুণ। মঙ্গলবার তিনি মাদ্রাসায় গিয়ে ইমাম তথা শিক্ষক আব্দুল বাসিতকে সংবর্ধনা প্রদান করেন।

তিনি ইমামের মানবিক উদ্যোগ ও অসাধারণ সাহসিকতার উচ্চ প্রশংসা করেন এবং বলেন এ ধরনের মহৎ কাজ গোটা সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ। মানবতার প্রতি এক শিক্ষক যে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন, তিনি তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য, সোমবার ভোরে ত্রিপুরার দিক থেকে আসা একটি ইকো স্পোর্টস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাশের পুকুরে গিয়ে পড়ে। গাড়ির ভেতরে থাকা ৬ জন যাত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নিজে থেকে বেরোনোর মতো অবস্থায় কেউই ছিলেন না। দুর্ঘটনার শব্দ পেয়ে নিলাম বাজার মসজিদের ইমাম আব্দুল বাসিত দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে দৌঁড়ে এসে মসজিদের মাইকে দুর্ঘটনার খবর ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন ছুটে আসে। ইমাম সাহেব নিজেও জলে নেমে পড়েন।

গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে ইমাম বাসিত চালকসহ সাতজনকে জীবন্ত উদ্ধার করতে সক্ষম হন। তাঁদের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ইমামের সাহস ও দ্রুত সিদ্ধান্ত বড়সড় অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করল সাতটি প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *