দুই কেন্দ্রীয় মন্ত্রী সহ ৯ আসনে প্রার্থী বিজেপির

২১ আগস্ট : রাজ্যসভা উপনির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিংহ বিটুকে রাজস্থান থেকে প্রার্থী করল বিজেপি। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার আর এক সদস্য কেরলের বিজেপি নেতা জর্জ কুরিয়েনকে প্রার্থী করা হয়েছে মধ্যপ্রদেশ থেকে। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এ কথা জানানো হয়েছে। লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন লুধিয়ানার দু’বারের সাংসদ রভনীত। কিন্তু ভোটে হেরে যান তিনি, তার পরেও মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন পঞ্জাবের নিহত মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের পৌত্র। এবার বিজেপি শাসিত রাজস্থান থেকে সংসদের উচ্চকক্ষের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন তিনি।

প্রসঙ্গত, কংগ্রেসের কেসি বেণুগোপাল কেরল থেকে লোকসভায় নির্বাচিত হওয়ার পর রাজস্থানের রাজ্যসভা আসন থেকে ইস্তফা দেন। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা থেকে লোকসভা ভোটে জেতায় রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন।

আগামী ৩ সেপ্টেম্বর দেশের ন’টি রাজ্যের ১২টি রাজ্যসভা আসনে উপনির্বাচন। তার মধ্যে অসম, বিহার, মহারাষ্ট্রের দু’টি করে এবং হরিয়ানা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, এবং ওড়িশার একটি করে আসন রয়েছে। হরিয়ানায় সদ্য কংগ্রেসত্যাগী কিরণ চৌধুরি, বিহারে মননকুমার মিশ্র, ওড়িশায় প্রাক্তন বিজেডি সাংসদ মমতা মহান্তি, মহারাষ্ট্রে ধৈর্যশীল পাটিল এবং ত্রিপুরায় দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে প্রার্থী করেছে পদ্ম শিবির। মঙ্গলবার বিজেপির তরফে মোট ন’টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

দুই কেন্দ্রীয় মন্ত্রী সহ ৯ আসনে প্রার্থী বিজেপির
দুই কেন্দ্রীয় মন্ত্রী সহ ৯ আসনে প্রার্থী বিজেপির

Author

Spread the News