বিজেপি প্রার্থী নীহাররঞ্জন জমা দিলেন মনোনয়ন, বিশাল সভা শিলচরে

বিজেপি প্রার্থী নীহাররঞ্জন জমা দিলেন মনোনয়ন, বিশাল সভা শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : ৭০ হাজার ভোটে জয়ী হওয়ার আশা নিয়ে ধলাই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র পেশ করেন বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাস। বৃহস্পতিবার জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া সহ বিজেপির বিভিন্ন বলিষ্ঠ নেতৃত্বের সঙ্গে নিয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ দিন মনোনয়ন জমা উপলক্ষে শিলচরের টাউন ক্লাব ময়দানে এক বিশাল মনোনয়ন সভার আয়োজন করে কাছাড় জেলা কমিটি। সভায় উপস্থিত ছিলেন রাজ্যে বিজেপি প্রভারি মিহিতেশ দ্বিবেদী, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া,  লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মালা, করিমগঞ্জের জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উদারবন্দ এর বিধায়ক মিহিরকান্তি সোম, কণাদ পুরকায়স্থ সহ অন্যান্য নেতা ও কর্মীরা। 

বিজেপি প্রার্থী নীহাররঞ্জন জমা দিলেন মনোনয়ন, বিশাল সভা শিলচরে

সভায় মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া সহ অন্যান্যরা জানান, পরিবর্তনের স্বার্থে জনগণকে বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাসকে ৭০ হাজার ভোটে জয়ী করার আহ্বান জানান। এরই সঙ্গে ধলাইয়ের জনগণ ধলাই বিধানসভা কেন্দ্রে সাংসদ ও বিধায়ক দু’জনকেই পেয়ে যাবে। ধলাইয়ের উন্নয়নে বর্তমান সাংসদ নিজ কেন্দ্রের উন্নয়নে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, ঠিক তেমনি নীহাররঞ্জন দাস বিধায়ক পদে বিপুল ভোটে জয়ী হয়ে ধলাইয়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে সচেষ্ট ভূমিকা পালন করবেন। সভা শেষে প্রায় ৫ হাজার সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেছেন বিজেপি প্রার্থী নীহারবাবু।

বিজেপি প্রার্থী নীহাররঞ্জন জমা দিলেন মনোনয়ন, বিশাল সভা শিলচরে

Author

Spread the News