শিলচরে কনকলতার আত্মবলিদান দিবস পালন জন্মশতবর্ষ উদযাপন সমিতির

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহিদ বীরাঙ্গনা কনকলতার আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে শহিদ কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতি, কাছাড়। এ উপলক্ষে শুক্রবার শিলচরের শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতার অস্থায়ী শহিদ বেদী স্থাপন করে মাল্যদান করেন সমিতির সভাপতি গৌরী দত্ত বিশ্বাস, সহ সভাপতি শিহাব উদ্দিন আহমেদ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, নেতাজি ফাউন্ডেশনের সভাপতি নিহাররঞ্জন পাল সহ বিশিষ্ট জনেরা। কনকলতার আত্মবলিদান দিবস পালনের তাৎপর্য ব্যখ্যা করে বক্তব্য রাখেন দুলালী গাঙ্গুলি।

এছাড়া কনকলতার জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন গৌরী দত্ত বিশ্বাস। শহিদ কনকলতার আত্মবলিদান দিবস উপলক্ষে সেখানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন গৌতম নন্দী ও স্বরচিত কবিতা পাঠ করে শুনান স্বাগতা চক্রবর্তী।

শিলচরে কনকলতার আত্মবলিদান দিবস পালন জন্মশতবর্ষ উদযাপন সমিতির

এদিন অস্থায়ী শহিদ বেদীতে মাল্যদান করে শহীদ কনকলতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এআইডিএসও’র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, এআইডিওয়াই’র ভারপ্রাপ্ত জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, এআইএমএসএস এর পক্ষে টুলু বাকতি সহ অন্যান্যরা।

শিলচরে কনকলতার আত্মবলিদান দিবস পালন জন্মশতবর্ষ উদযাপন সমিতির
শিলচরে কনকলতার আত্মবলিদান দিবস পালন জন্মশতবর্ষ উদযাপন সমিতির

Author

Spread the News