কেরল থেকে কেরলম হতে পারে, বিল পাস
২৫ জুন : মালয়ালম ভাষা অনুসরণ করে রাজ্যের নাম হবে ‘কেরলম’! বাতিল হবে ‘কেরল’। আলোচনা চলছিল গত কয়েক বছর ধরেই। এবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রস্তাব মেনে সর্বসম্মত ভাবে এই বিল পাশ হয়ে গেল সেরাজ্যের বিধানসভায়। অর্থাৎ এখন কেন্দ্র অনুমোদন দিলেই নতুন নাম হবে দক্ষিণ ভারতের ওই রাজ্যের।
বিল পেশ করে বিজয়ন বলেন, ‘মালায়লম ভাষায় এই রাজ্যের আসল নাম কেরলম। তাই মালয়ালিদের স্বার্থে নাম বদলানো উচিত।’